বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড
২১ অক্টোবর ২০২২ ১৩:১৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৬:১৩
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা শুরুই হয়েছিল অঘটন দিয়ে। প্রথম পর্বের প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে দিয়েছিল খর্ব শক্তির নামিবিয়া। আরও বড় অঘটন ঘটল প্রথম পর্বেই। সুপার টুয়েলভের টিকিট পায়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে বিশ্বকাপের সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।
প্রথম পর্বের ‘বি’ গ্রুপের সমীকরণ ছিল এমন যে দল জিতবে তারাই যাবে সুপার টুয়েলভে। আগে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে আটকে রেখে সমীকরণ মেলানোর রাস্তাটা এগিয়ে রেখেছিলেন আইরিশ বোলাররা। পরে পল স্টার্লিং, আন্দ্রে বালবার্নিরা করলেন অবিস্মরণীয় ব্যাটিং।
১৭.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫০ রান তুলে ফেলে আয়ারল্যান্ড। ৯ উইকেটের দাপুটে জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার আনন্দে ভাসেন আইরিশরা।
নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও সমীকরণ ছিল সুপার টুয়েলভের টিকিট পেতে হলে হারাতে হবে আইরিশদের। তারকায় ঠাসা দলটি যে এই ম্যাচটা জিততে পারবে না তেমনটা ক’জনই বা ভেবেছিলেন! কিন্তু শেষ পর্যন্ত ঘটল সেটাই। ২০১২ এবং ২০১৬ সালে বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা একমাত্র দল তারা। এবার কিনা ফিরতে হলো প্রথম পর্ব থেকেই। আয়ারল্যান্ড দ্বিতীয়বারের মতো উঠল সুপার টুয়েলভে।
শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টে ব্যাটিং-বোলিং কোনটিই ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। আগে ব্যাটিং করতে নেমে এক ব্রেন্ডন কিং ছাড়া ক্যারিবিয়ানদের পক্ষে আর কেউই প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। দ্রুত রান তোলা নিয়ে শুরু থেকেই ধুঁকেছে ওয়েস্ট ইন্ডিজ।
চারে নেমে ব্রেন্ডন কিং একপ্রান্ত আগলে রেখে এগুলেন বলেই স্কোরটা দেড়শর কাছাকাছি গিয়েছে। এভিন লুইস ১৮ বলে ১৩ রানে আউট হয়েছেন। অধিনায়ক নিকোলাস পুরান ১১ বলে ১৩ ও রভম্যান পাওয়েল ৮ বলে ৬ করে আউট হলে ১৭ ওভার শেষেও ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৫ উইকেটে ১১২। সেখান থেকে শেষ তিন ওভারে দুর্দান্ত ব্যাটিং করে রানটা ১৪৮ পর্যন্ত নিয়েছেন ব্রেন্ডন কিং ও ওডিন স্মিথ।
কিং শেষ পর্যন্ত ৪৮ বলে ৬টি চার ১টি ছয়ে ৬২ রান করে অপরাজিত ছিলেন। স্মিথ ২ ছয় ১ চারে ১২ বলে করেন ১৯ রান। আয়ারল্যান্ডের লেগস্পিনার ডালানি ৪ ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট।
পরে জবাব দিতে নেমে ক্যারিবিয়ানদের শুরু থেকেই আক্রমণ করেন আইরিশরা। দুই ওপেনার পল স্টার্লিং ও বালবার্নি শুরু থেকেই মেরে খেলেছেন। ৭.৩ ওভারের ওপেনিং জুটিতে দুজন ৭৩ রান তুলে রাস্তাটা পাকা করে দেন দুজন। বালবার্নি ২৩ বলে ৩টি করে চার-ছয়ে ৩৭ রান করে আউট হন।
তবে দারুণ খেলতে থাকা বালবার্নির ফেরাটা আইরিশদের কোনো ক্ষতিই করেনি। তিনে নামা লরকান টাকার যে ব্যাট করলেন আরও দুর্দান্ত। অপর প্রান্তে থাকা স্টার্লিংকে থামাতেই পারেননি ক্যারিবিয়ানরা।
দ্বিতীয় উইকেটে ৭৭ রানের অপরাজিত জুটি গড়ে আয়ারল্যান্ডকে স্বপ্নের এক জয় এনে দিয়েছেন দুজন। স্টার্লিং ৪৮ বল খেলে ৬টি চার ২টি ছয়ে শেষ পর্যন্ত ৬৬ রান করে অপরাজিত ছিলেন। টাকার ৩৫ বলে ২টি করে চার-ছয়ে ৪৫ রানে অপরাজিত ছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস