চোটে পড়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ান ব্যাটারের
২০ অক্টোবর ২০২২ ১৪:১৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৫:৩৬
বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই একের পর এক ক্রিকেটার ইনজুরিতে পড়ে ছিটকে যাচ্ছেন। এই তালিকায় সর্বশেষ নাম উঠল স্বাগতিক অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার জস ইংলিসের। বিশ্বকাপ শুরুর আগে গলফ খেলতে গিয়ে চোটে পড়ে ছিটকে যান ইংল্যান্ডের জনি বেয়ারেস্টো। এবার গলফ খেলতে গিয়ে চোটে পড়ে ছিটকে গেলেন জস ইংলিসও।
গেল বুধবার অনুশীলনের ছুটি থাকায় অবকাশ যাপনে সতীর্থদের সঙ্গে গলফ খেলতে গিয়েছিলেন ইংলিস। আর সেখানে বাঁধল ব্যাগড়া। অস্ট্রেলিয়ার ব্যাকআপ উইকেটরক্ষক ও আগ্রাসী এই ব্যাটার গলফ কোর্টে হাত কেটে ফেলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় আর বৃহস্পতিবার জানা গেল বিশ্বকাপেই আর খেলা হচ্ছে না এই ব্যাটারের।
আরও পড়ুন: চোটে বিশ্বকাপ শেষ চামিরার
অঘটনের দিনে আরেক দুঃসংবাদ লংকানদের
এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। বিজ্ঞপ্তিতে সিএ জানায়, ‘জস ইংলিস গলফ খেলতে গিয়ে তার ডান হাত কেটে ফেলেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
যদিও দলের মূল একাদশে জায়গা হচ্ছিল না ইংলিসের। কেননা তার আগে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে গুরুত্ব পাচ্ছেন দারুণ ফর্মে থাকা ম্যাথু ওয়েড। তবে দলে জায়গা করে নেওয়ার মতো ফর্মেও ছিলেন তিনি কিন্তু চোটে পড়ে বিশ্বকাপেই আর খেলা হচ্ছে না তার।
ইংলিসের বদলি হিসেবে কাকে দলে ডাকবে সে ব্যাপারে এখনো কিছুই জানায়নি অস্ট্রেলিয়া। তবে বদলি খেলোয়াড় হিসেবে দলে জায়গার পাওয়ার সম্ভবনা আছে জস ফিলিপ, অ্যালেক্স ক্যারি এবং বেন ম্যাকডারমট।
২২ অক্টোবর শনিবার সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইনজুরিতে ইংলিস চোটে পড়েছেন জস ইংলিস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২