Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোটে বিশ্বকাপ শেষ চামিরার

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২২ ১৩:৫৮

নামিবিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু হওয়া শ্রীলংকার একের পর এক দুঃসংবাদ আসছেই। বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা চোটে পড়ে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। আমিরাতের বিপক্ষে দলের জয়ের বড় ভূমিকা রাখা পেসার দুশ্মন্ত চামিরা মাংসপেশির চোটে ছিটকে গেলেন গোটা বিশ্বকাপ থেকেই।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লংকানদের জয়ে রাখেন বড় ভূমিকা। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি চামিরা কারণ, তার আগেই পায়ের পেছনের মাংসপেশিতে চোট পান তিনি। সে কারণে নিজের কোটার ৪ ওভার পূরণও করতে পারেননি এই পেসার। ।৩.৫ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। এরপরেই ছাড়তে হয়েছিল মাঠ।

বিজ্ঞাপন

অঘটনের দিনে আরেক দুঃসংবাদ লংকানদের

আমিরাতের বিপক্ষে সহজ জয়ের পর দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল প্রথম পর্বে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারবেন না চামিরা। তবে পরের দিনই এলো দুঃসংবাদ। কেবল নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচটিই নয়, চোটের কারণে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপেই আর খেলা হবে না এই পেসারের।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এবং শ্রীলংকান সংবাদমাধ্যম নিউজওয়্যার চামিরার গোটা বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে।

আমিরাতের নিজের শেষ ওভারে শেষ বলটি করার আগে চোটে পড়েন চামিরা। ফিজিওর সহায়তা নিয়ে হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন পায়ের চোটে এশিয়া কাপেও খেলতে না পারা ৩০ বছর বয়সী এই পেসার। শ্রীলংকা দলে চোট আছে আরও। ব্যাটার দানুস্কা গুনাতিলকা ও পেসার প্রমদ মাদুশানও হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে মাদুশানকে পাবেন না শানাকা।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএস

ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ দুশ্মন্ত চামিরা বিশ্বকাপ শেষ শ্রীলংকা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর