স্কটল্যান্ডকে হারিয়ে লড়াই জমিয়ে তুলল আয়ারল্যান্ড
১৯ অক্টোবর ২০২২ ১৩:৩৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৪:০৯
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা জমে উঠেছে। গ্রুপ বি’র ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। আর তাতেই জমে উঠেছে এই গ্রুপের লড়াই। এখন পর্যন্ত তিনটি দল পেয়েছে একটি করে জয়।
গ্রুপ বি’তে প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দিয়েছিল স্কটল্যান্ড। অন্যদিকে আয়ারল্যান্ডকে হারিয়েছিল জিম্বাবুয়ে। এবার এই গ্রুপের তৃতীয় ম্যাচে আর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড হেরেছে আয়ারল্যান্ডের কাছে। এতেই জিম্বাবুয়ে, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড তিন দলেরই সমান ২ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ হেরে কোনো শূন্য পয়েন্টে তলানিতে আছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বুধবার (১৯ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিবীয়দের থাকছে এই সমীকরণ পাল্টে দেওয়ার সুযোগ।
টস জিতে ব্যাট করতে নেমে মিচেল জোন্সের ৫৫ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রানের পুঁজি দাঁড় করায় স্কটিশরা। জবাবে ১০ ওভারে মাত্র ৬১ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও কার্টিস ক্যাম্পারের ৩২ বলের ৭২ রানের টর্নেডো ইনিংসে ৬ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে আইরিশরা।
১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। মাত্র ২২ রানে অ্যান্ডি বালবার্নির (১৪) উইকেট নেন হুইল এরপরেই ফেরেন পল স্টার্লিংও (৮)। লরকান টাকার ও হ্যারি টেক্টর কিছুক্ষণ ইনিংস সামাল দিলেও ৯ ও ১০ ওভারে দুজনের উইকেট তুলে নিয়ে জয়ের পথ সুগম করে ফেলে স্কটিশরা। তবে এরপরেই বদলে যায় ম্যাচের চিত্র।
পঞ্চম উইকেটে কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেলের ১১৯ রানের জুটিতেই ম্যাচ জিতে নেয় আইরিশরা। ৯.৩ ওভারে ৬১ রানে ৪ উইকেট পড়ার পর বাকি ৯.৩ ওভারে এই জুটি রান তুলেছে ১১৯। যেখানে শেষ ৫ ওভারে ওভার প্রতি ১৪.২ রান করে তুলেছে এই দুই ব্যাটার।
দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে ৩২ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংসে অপরাজিত থেকেছেন ক্যাম্ফার। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়। ম্যাচসেরাও তিনি। সঙ্গী ডকরেল ২৭ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১ ছয়ের মার। একটি করে উইকেট নেন মার্ক ওয়াট, মাইকেল লিস্ক, সাফইয়ান শারিফ ও ব্র্যাড হুইল।
এর আগে টস জিতে স্কটল্যান্ডের ব্যাটিং করতে নেমে জর্জ মানসি দ্বিতীয় ওভারে ১ রানে ফিরলে ব্যাট হাতে মূল অবদান ছিল আরেক ওপেনার মিচেল জোন্সের। ৫৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮৬ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন। তাছাড়া ম্যাথু ক্রস ২১ বলে ২৮ ও অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৭ রানের ইনিংস উপহার দিয়েছেন। মাইকেল লিস্কও ১৩ বলে ১৭ রানে অপরাজিত থেকে অবদান রাখেন রান তোলায়।
আইরিশদের হয়ে ৯ রানে দুটি উইকেট নেন কার্টিস ক্যাম্ফার। একটি করে উইকেট নেন জশ লিটল ও মার্ক অ্যাডায়ার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএস
আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২