Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় দিনেই দেখা মিলল বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২২ ১৬:৩৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৬:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা মাঠে গড়িয়েছে ১৬ অক্টোবর। তৃতীয় দিনেই দেখা মিলল বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের। শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্পিনার কার্তিক মেইয়াপ্পান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ৩৯তম হ্যাটট্রিক।

আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম হ্যাটট্রিক। বিশ্বকাপে এর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। ২০২১ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আয়ারল্যান্ডের কার্টিস ফ্যাস্ফার, ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, একই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বিজ্ঞাপন

আজ হ্যাটট্রিক তুলে নেওয়া মেইয়াপ্পানের তিনটি ডেলিভারিই ছিল দুর্দান্ত। ১৫তম ওভারে হ্যাটট্রিক করেছেন মেইয়াপ্পান। শ্রীলংকান ব্যাটাররা তখন মার-মার ভঙ্গিতে। ক্রিজে থাকা ভানুকা রাজাপাক্ষেকে বড় শট খেলতে প্রলুব্ধ করে ফিরিয়েছেন। ডিপ কাভারে ফিল্ডার রেখে ডেলিভারি ঝুলিয়ে দিয়েছিলেন। বড় শট খেললেও সীমান পার করতে পারেননি রাজাপাক্ষে। ধরা পরেছেন সীমানায়।

চারিথ আশালঙ্কাকে পরের ডেলিভারিটি করেছিলেন গুগলি। বুঝে উঠতে না পেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন আশালঙ্কা। পরের বলটিও করেছেন গুগলি। লংকান অধিনায়ক দাসুন শানাকা বুঝে উঠার আগেই বোল্ড, হ্যাটট্রিক।

ভারতের চেন্নাইয়ে জন্ম নেওয়া মেইয়াপ্পনের উল্লাস তখন দেখে কে! চেন্নাইয়ে জন্ম নেওয়া মেইয়াপ্পান ২০১২ সালে পরিবারের সঙ্গে দুবাইয়ে স্থায়ী হন। সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলে অভিষেক ২০১৯ সালে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ হ্যাটট্রিক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর