Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লংকান অঘটনে বিশ্বকাপ শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২২ ১৩:৩৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৬:০১

অঘটনে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৫৫ রানে হারিয়ে দিয়েছে খর্বশক্তির দল নামিবিয়া। আগে ব্যাটিং করে ১৬৩ রান তোলা নামিবিয়া শ্রীলংকাকে পরে ১০৮ রানে গুটিয়ে গিয়েছে।

শ্রীলংকা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ২০১৪ সালে। সর্বোচ্চ তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে দলটি। কদিন আগেই এশিয়া কাপ জিতল লংকানরা। সেই দলটা নামিবিয়ার বিপক্ষে হেরে যাবে এমন কল্পনা হয়তো করেনি কেউই!

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২২ অক্টোবর। সেটাই নিশ্চয় বিশ্বকাপের মূল আকর্ষণ। তবে প্রথম রাউন্ডে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো খেলছে বলে এই রাউন্ড নিয়েও আগ্রহের কমতি নেই। নামিবিয়া প্রথম ম্যাচেই লংকানদের হারিয়ে আগ্রহ বাড়িয়ে দিল কয়েকগুণ।

অঘটনের দিনে আরেক দুঃসংবাদ লংকানদের

টস হেরে আগে বোলিং বেছে নেওয়া শ্রীলংকার শুরুটা হয়েছিল ফেভারিটের মতো করেই। ৩৫ রানে তিন উইকেট তুলে নিয়েছিলেন লংকানরা। প্রথম ১০ ওভারে নামিবিয়ার স্কোর ছিল ৫৯/৩। কিন্তু পরের দশ ওভারে বিস্ময় উপহার দিল দলটি।

পরের দশ ওভারে ১০৪ রান তুলেছে নামিবিয়া। যাতে বড় অবদান জন ফ্রাইলিংক ও জেজে স্মিটের। ফ্রাইলিংক ২৮ বলে ৪টি চারের সাহায্যে ৪৪ রান করেন। স্মিট আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৬ বল খেলে ৩১ রান করেন। তার ইনিংসে চার ছয় দুটি করে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে নামিবিয়া।

জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়েছে শ্রীলংকা। ২১ রানে তিন উইকেট হারানো লংকানরা ৪০ রানের মাথায় হারিয়ে ফেলেন চতুর্থ উইকেট। পরে ভানুকা রাজাপাক্ষে ও অধিনায়ক দাশুন সানাকা কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছেন অবশ্য। তবে ইনিংস বড় করতে পারেননি। নামিবিয়ার বোলিংয়ের সামনে শ্রীলংকার মিডল লোয়ার অর্ডার ও লোয়ার অর্ডার স্রেফ উড়ে গেছে।

বিজ্ঞাপন

২৩ বলে ২৯ রান করেছেন সানাকা। ২১ বলে ২০ করেছেন রাজাপাক্ষে। লংকানদের পক্ষে এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল ধনঞ্জয়া ডি সিলভা, ১১ বলে ১২।

১০ ওভারে ১০৯ রানেই গুটিয়ে গিয়ে ৫৫ রানের অনাকাঙ্খিত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ শ্রীলংকা ক্রিকেট দল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর