Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিশ্বকাপ দলে একাধিক পরিবর্তনের আভাস

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২২ ১৭:৫০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১৮:০৩

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা মাঠে গড়াবে একদিন পরই। এদিকে বাংলাদেশ দলে পরিবর্তনের আভাস। শোনা যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দলে একাধিক পরিবর্তন আসছে।

এবারের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলার যোগ্যতা অর্জন করা দলগুলো আগামী ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ পাবে। মূলত এই সুযোগের কারণেই দলে পরিবর্তনের চিন্তা বাংলাদেশের। পরিবর্তন আসতে পারে বোলিং ডিপার্টমেন্ট ও টপ অর্ডারে।

বিজ্ঞাপন

গত ১৪ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, শেখ মাহেদি ও রিসাদ হোসেন। শোনা যাচ্ছে, সৌম্য ও শরিফুল  ঢুকছেন বিশ্বকাপের মূল দলে।

টপ অর্ডারে বাংলাদেশর ভণ্ডুল দশা অনেক দিনের। গত আরব আমিরাত সিরিজের মতো সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেও বিকল্প চেষ্টা হিসেবে ‘মেকশিফট’ ওপেনার খেলিয়েছে বাংলাদেশ। মূলত মিডল অর্ডার ব্যাটার সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজকে দিয়ে ইনিংসের সূচনা করিয়েছে বাংলাদেশ। কিন্তু মিরাজ টুকটাক রান পেলেও সাব্বির টানা ব্যর্থ। ওপেনার হিসেবে ৪ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৩১। ব্যর্থ সাব্বিরকে বিশ্বকাপ দলে না টানার চিন্তা টিম ম্যানেজমেন্টের।

তার জায়গায় টপ অর্ডার ব্যাটার সৌম্যর কথা ভাবা হচ্ছে। যদিও সৌম্যর পারফরম্যান্সও প্রশ্নবিদ্ধ। টানা অফ ফর্মের কারণে দল থেকে বাদ পরেছিলেন। তারপর ঘরোয়া ক্রিকেটে বা ‘এ’ দলের হয়েও রান করতে পারেননি। তবু অন্যদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সৌম্য। তাতে এক ম্যাচে ২৩ রান করেছেন সৌম্য, অন্যটিতে ৪। তবে দলের প্রতি সৌম্যর ‘ইনটেন্ট’ নাকি পছন্দ হয়েছে টিম ম্যানেজমেন্টের। তাই সাব্বিরের বদলে তার দলে ঢোকার সম্ভবনা জোড়ালো।

বিজ্ঞাপন

বাংলাদেশের পেস ডিপার্টমেন্টেও ইদানিং অদল-বদলের ঘটনা নিয়মিত। মোস্তাফিজুর রহমানের বাজে ফর্ম অব্যাহত। অন্যরাও নিয়মিত পারফর্ম করতে পারছেন না। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ইবাদত হোসেন নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচ খেলে সুবিধা করতে পারেননি। ইবাদত নাকি নেটেও সন্তুষ্ট করতে পারছেন না।

অন্য দিকে ইনজুরি কাটিয়ে অনেকদিন পর দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে পুরো ব্যর্থ। তার বোলিংয়ে ধার দেখা যায়নি। শারীরিকভাবে শতভাগ ফিট কিনা সেটাও একটা প্রশ্ন।

শোনা যাচ্ছে শরিফুলকে বিশ্বকাপ দলে আন্তর্ভূক্ত করতে ইবাদত বা সাইফউদ্দিনের মধ্যে একজনকে বাদ দেওয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের। ত্রিদেশীয় সিরিজে অন্যদের তুলনায় বেশ ভালোই বোলিং করেছেন তরুণ পেসার শরিফুল।

বিশ্বকাপ দলে পরিবর্তন আসতে আইসিসির কাছে এরই মধ্যে আবেদন পাঠিয়েছে বিসিবি। আবেদন মঞ্জুর হলেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাশ, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ড-বাই
শরিফুল ইসলাম, রিসাত হোসেন, শেখ মাহাদী ও সৌম্য সরকার।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সাব্বির রহমান সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর