Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ দল কেমন হবে তা আমাদের জানাই আছে: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২২ ১৪:১৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৪:২৩

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেন করেছেন মেহেদি হাসান মিরাজ-সাব্বির রহমান, দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্ত-মেহেদি হাসান মিরাজ, আজ তৃতীয়টিতে লিটন দাস-নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ তিন ম্যাচে তিনটি ভিন্ন ওপেনিং জুটি। সর্বশেষ নয় ম্যাচে এটা বাংলাদশের ষষ্ঠ ওপেনিং জুটি! শুধু ওপেনিংয়ে নয়, নিয়মিত পরিবর্তন দেখা যাচ্ছে বোলিং ডিপার্টমেন্টেও। তিন ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে ১৭ ক্রিকেটার খেলিয়েছে বাংলাদেশ। বলা হচ্ছিল, এই সিরিজে বিশ্বকাপের টিম কম্বিনেশনটা খুঁজবে বাংলাদেশ। কদিন পরেই বিশ্বকাপ। টিম কম্বিনেশন তাহলে কবে খুঁজে পাবে বাংলাদেশ?

বিজ্ঞাপন

অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য বললেন, বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন হবে সেটা নির্ধারণ করাই আছে। দু-একটা জায়গায় সেরা কম্বিনেশন খুঁজতে অদল-বদল করে খেলানো হচ্ছে।

আজ ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে আগে ব্যাট করে ২০৮ রান তোলা নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ বিশ্বকাপের টিম কম্বিনেশন কবে খুঁজে পাবে, ম্যাচ শেষে সাকিবকে এমন প্রশ্ন করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা খুব বেশি দূরে নেই। একটি-দুটি জায়গায় হয়তো বদল আনতে চাইব, সত্যি বলতে কি, আমাদের হাতে খুব বেশি বিকল্পও নেই। বিশ্বকাপে আমাদের দলটা কেমন হবে, সেটি আমাদের জানা। সেরা কম্বিনেশনটা বুঝতেই শুধু সবাইকে খেলার সুযোগ দিচ্ছি।’

আজ বাংলাদেশের সেরা পারফরমার সাকিব। বল হাতে সুবিধা করতে না পারলেও ব্যাটিংয়ে ৪৪ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। রান করতে পারলে ভালোই লাগে জানিয়ে সাকিব বললেন, নিয়মিত বিরতিতে উইকেট হারানোর যে রোগ সেটা সারানোর চেষ্টা বেশি করে করছে বাংলাদেশ।

সাকিব বলেন, ‘রান করলে তো ভালো লাগেই, তবে এটাও বলতে হবে, আমরা ভালো খেলেছি। আজকের পিচটিও আলাদা ছিল। নিউজিল্যান্ড বড় স্কোর গড়েছে, আমরা সব সময়ই পিছিয়ে ছিলাম। হয়তো আর ১৫-২০ রান বেশি করতে পারতাম, তাহলে ম্যাচটা আরও কাছাকাছি নিয়ে যেতে পারলে ব্যাপারটি আদর্শ হতো। উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে আসলে আমাদের। শেষ তিন ম্যাচের দিকে তাকালে দেখবেন, আমরা একইভাবে নিয়মিত উইকেট হারিয়ে গেছি, প্রতি ২ ওভারে হারিয়েছি। মোমেন্টাম পাইনি। এভাবে রান তাড়া করা কঠিন, এমন হলে ইনিংস গঠনের দিকে মনোযোগ দিতে হয়, রান তাড়া করার বদলে।’

বিজ্ঞাপন

তিন ম্যাচ হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়া বাংলাদেশ আগামীকাল তাদের শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আগে মোমেন্টাম পেতে কালও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ, বললেন সাকিব, ‘এখানে জিততে এসেছি। জিতলে মোমেন্টাম পাব, ফলে কালকের ম্যাচও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।’

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর