দুশ্চিন্তা বাড়ল আর্জেন্টিনার, এবার ইনজুরিতে ডি মারিয়া
১২ অক্টোবর ২০২২ ১০:০১ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৪:০২
কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে আর বাকি এক মাসের কিছু বেশি সময়। তবে এর আগে থেকেই দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ছে আর্জেন্টিনার। প্রথম পাওলো দিবালা বাঁ পায়ের ঊরুর পেশিতে টান লেগে বিশ্বকাপ মিস করার শঙ্কা জাগিয়েছেন। এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান পায়ের পেশিতে টান লেগে ইনজুরিতে পড়েছেন জুভেন্টাস তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইসরাইলের ক্লাব ম্যাকাবি হাইফারের বিপক্ষে ২-০ গোলে হারা ম্যাচের ২৪তম মিনিটে ডান পায়ের মাংসপেশির পেছনের দিকে টান লাগে ডি মারিয়ার। দৌড়াতে গিয়ে তাকে এক পর্যায়ে ডান উরু চেপে ধরতে দেখা যায়। শেষ পর্যন্ত উরুর চোটে নিয়ে ভেজা চোখ মুছতে মুছতে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন।
দিবালার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা
চোট ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা এখনই জানা যায়নি। তবে মাঠ ছাড়ার সময় হতাশায় জার্সিতে মুখ ঢেকেছিলেন ডি মারিয়া। এতে কিছুটা হলেও ভাবনার কারণ হচ্ছে আর্জেন্টিনার জন্য।
গেল তিন মাসে এই নিয়ে মোট তিনবার চোটে পড়লেন ডি মারিয়া। চোটের কারণে বেশ কয়েক ম্যাচে মাঠেও নামতে পারেননি তিনি। এখন নতুন এই চোট বিশ্বকাপের আগে আর্জেন্টাইন সমর্থকদের কি বার্তা দেয় সেটিই দেখার অপেক্ষা।
এদিকে রোমার হয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন পাওলো দিবালা। দলকে জয় এনে দেওয়া পেনাল্টি কিক নিতে গিয়ে বাঁ পায়ের ঊরুর পেশিতে টান লেগেছে তার। প্রথমে শোনা যায় চোটের কারণে এক সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন দিবালা। তবে জোসে মরিনহো অনুমান করেছিলেন নভেম্বরে শুরু হওয়া কাতার বিশ্বকাপেই খেলা হবে না এই আর্জেন্টাইন তারকার। চোট পাওয়ার পরপরই তাকে দ্রুত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বাঁ ঊরুতে বরফের ব্যাগ লাগিয়ে দেওয়া হয়। দিবালার মুখে তখন হতাশার ছাপ। হয়তো তখন তিনিও বুঝে গেছেন লম্বা সময়ের জন্যই ছিটকে যেতে হতে পারে নিজের।
ম্যাচ শেষে রোমার কোচ মরিনহো বলেন, ‘সাধারণভাবে বললে, অবস্থা খারাপ। এটা আসলে খুবই খারাপ।’
তিনি আরও যোগ করেন, ‘আমি চিকিৎসক নই। তবে আমার যে অভিজ্ঞতা আর দিবালার কাছে যা শুনেছি, মনে হচ্ছে এ বছর আর তাকে মাঠে দেখা যাবে না।’
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থেকেই প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ জিতে নতুন এক রেকর্ডের পথেও ছুটছে তারা। তবে বিশ্বকাপ শুরুর আগে দলের তারকা খেলোয়াড়দের চোট নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় রাখবে কোচ লিওনেল স্কালোনিকে।
সারাবাংলা/এসএস
অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনা ইনজুরিতে ডি মারিয়া উয়েফ চ্যাম্পিয়নস লিগ কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২ জুভেন্টাস টপ নিউজ ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ২০২২