বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট ৭ ওভারে ৪১
১০ অক্টোবর ২০২২ ১২:১৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১২:২৪
শ্রীলংকার বিপক্ষে জিতলে নারী এশিয়া কাপের সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই লক্ষ্যে মাঠে নেমে বাংলাদেশের বোলিং ইনিংসটা হলো দুর্দান্ত। তবে বৃষ্টি গতি থামিয়ে দিয়েছে বাংলাদেশি মেয়েদের। বৃষ্টির কারণে ১৮.১ ওভারেই থেমে গেছে শ্রীলংকার ইনিংস। পরে বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়িয়েছে ৭ ওভারে ৪১ রান।
সোমবার (১০ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নিতে বেশি ভাবতে হয়নি বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। মেঘলা আকাশে আগে বোলিং করতে নেমে বাংলাদেশ বাড়তি সুবিধা পেয়েছেও।
শ্রীলংকার ব্যাটিং স্তম্ভ চামারি আতাপাত্তুকে দ্বিতীয় ওভারেই ফিরিয়ে শুরুতেই বড় ধাক্কা দেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শেষ বলে পেসার জাহানারা আলমের বলে সরাসরি বোল্ড হয়েছেন আতাপাত্তু। এরপর জ্বলে উঠে স্পিন ডিপার্টমেন্ট।
অভিজ্ঞ সালমা খাতুন রানের চাকা টেনে ধরেছিলেন। রুমানা আহমেদ ও সানজিদা আক্তার মেঘলারা রানের চাকা টেনে ধরার পাশাপাশি নিয়মিত উইকেটও তুলে নিয়েছেন। লংকানদের স্কোর একশ পর্যন্ত পৌঁছাবে বলে মনে হচ্ছিল না।
আসলেই পৌঁছাত কিনা সেটা নিশ্চিত হতে দেয়নি প্রাকৃতি। শ্রীলংকা ইনিংসের ১৮.১ ওভারে বৃষ্টির হানা। লংকানদের রান তখন ৮৩। অনেকক্ষণ পর খেলা শুরু হলেও শ্রীলংকার আর ব্যাটিংয়ে নামা হয়নি। বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান।
বাংলাদেশের পক্ষে রুমানা ১৪ রানে দুই উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, সানজিদা আক্তার ও জাহানারা আলম।
সারাবাংলা/এসএইচএস