Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল কিউইরা

স্পোর্টস ডেস্ক
৯ অক্টোবর ২০২২ ১৫:২৪ | আপডেট: ৯ অক্টোবর ২০২২ ১৫:৩৯

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও হতশ্রী পারফরম্যান্স বাংলাদেশ দলের। ব্যাটিং বিপর্যয়ের পরে ১৩৭ রান তুলতে পারে বাংলাদেশ। এরপর বল হাতেও কিছুই করতে পারেনি সাকিব বাহিনী। ১৩ বল আর ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীর শুরু করেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে। তবে অ্যালেন ১৮ বলে ১৬ রান করে ফেরার পর কেন উইলিয়ামসনের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কনওয়ে। এরপর উইলিয়ামসন ফিরলেও কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।

বিজ্ঞাপন

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরে শুরু করে দুই কিউই ওপেনার। তবে চতুর্থ ওভারের শেষ বলটি শরিফুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে মোসাদ্দেক হোসেনের তালুবন্দি হন ফিন অ্যালেন। দলীয় ২৪ রানে ব্যক্তিগত ১৮ বলে ১৬ রান করে ফেরেন তিনি।

তবে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় কিউইরা। ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ৮৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েন কেন উইলিয়ামসন। ১৫তম ওভারের শেষ বলে হাসান মাহমুদের বলে মিড অনে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইলয়ামসন। তবে তার আগেই দলকে জয়ের পথে রেখেই ফেরেন তিনি। আউট হওয়ার আগে ২৯ বলে একটি চারে ৩০ রান করেন কিউই অধিনায়ক।

এরপর আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি কিউইদের। তৃতীয় উইকেটে ব্যাট হাতে নামেন গ্লেন ফিলিপস। ব্যাট হাতে নেমে মাত্র ৯ বলে দুটি করে চার ও ছয়ে ঝড়ো ২৩ রান করেন ফিলিপস। অন্যদিকে ৫১ বলে ৭০ রান করে অপরাজিত থেকেই দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন ডেভন কনওয়ে। ইনিংসের ১৭.৫ ওভারে ছক্কা হাঁকিয়ে কিউইদের ৮ উইকেটের বিশাল জয় এনে দেন গ্লেন ফিলিপস।

বিজ্ঞাপন

এর আগে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

পাকিস্তানের বিপক্ষের একাদশ আসে তিন পরিবর্তন। সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদের পরিবর্তে এদিন বাংলাদেশ একাদশে ঢুকেন সাকিব আল হাসান, শরিফুল ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ এদিন বাংলাদেশ একাদশে ব্যাটার ৮ জন। কিন্তু প্রথম সাত ব্যাটারের মাত্র ১ জন পারলেন একশর বেশি স্ট্রাইকরেটে রান তুলতে। শুরুতেই উইকেট হারানোর পর লিটন দাস, নাজমুল হাসান শান্ত কেবল উইকেট ধরে রেখেছিলেন। তবে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের ধীর গতির ব্যাটিং। যা শেষ দিকে এসে বোঝা হয়ে যায় অন্য ব্যাটারদের জন্য।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চার নম্বরে ব্যাটিং করে দারুণ দুটি ম্যাচজয়ী ইনিংস খেলা সাকিব আল হাসান আজ ব্যাটিংয়ে নামলেন কিনা সাত নম্বরে! সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানকে পাঠানো হলো ৮ নম্বরে! বড় বড় এমন অনেক প্রশ্নের মধ্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে পারে বাংলাদেশ।

সাব্বির রহমানকে বসিয়ে আজ ওপেনিংয়ে নাজমুল হাসান শান্তকে নিয়েছে বাংলাদেশ, যার কিনা স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে ছিল বড় প্রশ্ন। সেই শান্ত ছিলেন বলেই অবশ্য শুরুর দিকের ব্যাটিংটা ততোটা বিদঘুটে লাগেনি। মেহেদি হাসান মিরাজ ৫ বলে ৫ রান করে ফেরার পর দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত-লিটন দাস তোলেন ৪১ রানের।

ছয় রানের ব্যবধানে এই দুজন ফেরার পর বাংলাদেশের ‘ঘুমপড়ানি’ ব্যাটিংয়ের শুরু। ব্যাটিং অর্ডারে এগিয়ে আগে পাঠানো হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বিকে। মোসাদ্দেক ৪ বলে করেছেন ২, ইয়াসির ৯ বলে ৭। আফিফ হোসেন ধ্রুব ২৪ রান তুলতে বল খেলেছেন ২৬টি।

সাকিব আল হাসান নেমেছিলেন সাত নম্বরে। পজিশন এবং দলের প্রয়োজন অনুযায়ী উইকেটে নেমে ঝড় তোলার দরকার ছিল অধিনায়কের। কিন্তু ১৬ রান করতে ১৬ বল খেলে আউট হয়েছেন মিস টাইমিংয়ে।

আট নম্বরে নামা নুরুল হাসান সোহান ২ ছক্কা ১ চারে ১২ বলে ২৫ রান করলেন বলেই বলার মতো একটা সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ২৯ বলে ৪টি চারের সাহায্যে ৩৩ রান করেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, ইশ শোধি, টিম সাউদি ও মিচেল ব্রেসওয়েল।

সারাবাংলা/এসএস

টপ নিউজ ত্রিদেশীয় সিরিজ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ বাংলাদেশের হার সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর