ঘুমপাড়ানি ব্যাটিংয়ে বাংলাদেশের ১৩৭
৯ অক্টোবর ২০২২ ১৪:০১ | আপডেট: ৯ অক্টোবর ২০২২ ১৫:২৫
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ১৩৭ পর্যন্ত পৌঁছুতে পেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
একদিন আগে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে সহজেই হেরেছে বাংলাদেশ। আজ ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষেও যেমন ব্যাটিং হলো সেটাকে আধুনিক টি-টোয়েন্টি ব্যাটিংয়ের বাজে উদাহরণও বলা যেতে পারে!
একাদশে ব্যাটার ৮ জন, কিন্তু প্রথম সাত ব্যাটারের মাত্র ১ জন পারলেন একশর বেশি স্ট্রাইকরেটে রান তুলতে। শুরুতেই উইকেট হারানোর পর লিটন দাস, নাজমুল হাসান শান্ত কেবল উইকেট ধরে রেখেছিলেন। তবে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের ব্যাটিংকে অনেকে হয়তো ‘বিরক্তিকর’ও বলবে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চার নম্বরে ব্যাটিং করে দারুণ দুটি ম্যাচজয়ী ইনিংস খেলা সাকিব আল হাসান আজ ব্যাটিংয়ে নামলেন কিনা সাত নম্বরে! সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানকে পাঠানো হলো ৮ নম্বরে! বড় বড় এমন অনেক প্রশ্নের মধ্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
সাব্বির রহমানকে বসিয়ে আজ ওপেনিংয়ে নাজমুল হাসান শান্তকে নিয়েছে বাংলাদেশ, যার কিনা স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে ছিল বড় প্রশ্ন। সেই শান্ত ছিলেন বলেই অবশ্য শুরুর দিকের ব্যাটিংটা ততোটা বিদঘুটে লাগেনি। মেহেদি হাসান মিরাজ ৫ বলে ৫ রান করে ফেরার পর দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত-লিটন দাস তোলেন ৪১ রানের।
ছয় রানের ব্যবধানে এই দুজন ফেরার পর বাংলাদেশের ‘ঘুমপড়ানি’ ব্যাটিংয়ের শুরু। ব্যাটিং অর্ডারে এগিয়ে আগে পাঠানো হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বিকে। মোসাদ্দেক ৪ বলে করেছেন ২, ইয়াসির ৯ বলে ৭। আফিফ হোসেন ধ্রুব ২৪ রান তুলতে বল খেলেছেন ২৬টি।
সাকিব আল হাসান নেমেছিলেন সাত নম্বরে। পজিশন এবং দলের প্রয়োজন অনুযায়ী উইকেটে নেমে ঝড় তোলার দরকার ছিল অধিনায়কের। কিন্তু ১৬ রান করতে ১৬ বল খেলে আউট হয়েছেন মিস টাইমিংয়ে।
আট নম্বরে নামা নুরুল হাসান সোহান ২ ছক্কা ১ চারে ১২ বলে ২৫ রান করলেন বলেই বলার মতো একটা সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ২৯ বলে ৪টি চারের সাহায্যে ৩৩ রান করেন নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, ইশ শোধি, টিম সাউদি ও মিচেল ব্রেসওয়েল।
সারাবাংলা/এসএইচএস