Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওপেনিংয়ে আত্মবিশ্বাসী মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ১৯:০৬ | আপডেট: ৬ অক্টোবর ২০২২ ১৯:১২

টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে টানা ব্যর্থতা ঘুচাতে ভিন্ন পথে হাঁটছে বাংলাদেশ। সম্প্রতি মিডল অর্ডার ব্যাটার সাব্বির রহমান ও লোয়ার অর্ডার ব্যাটার মেহেদি হাসান মিরাজকে দিয়ে ইনিংসের সূচনা করাচ্ছে বাংলাদেশ। তাতে খুব বেশি সাফল্য মিলেছে তেমনটা অবশ্য নয়, তবে আগের চেয়ে যে ভালো ফল মিলছে সেটা বলতেই হবে।

গত এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ থেকে তিন ম্যাচ মিরাজ-সাব্বিরকে দিয়ে ওপেন করিয়েছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ওই ম্যাচে ওপেনিং জুটি টিকেছিল ১৯ রান পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাব্বির-মিরাজের ওপেনিং জুটি ছিল ১১ রানের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে দুজন তুলেছিলেন ২৭ রান।

বিজ্ঞাপন

তিন ম্যাচেই আগে আউট হয়েছেন সাব্বির। ডানহাতি এই ব্যাটার তিন ম্যাচে করেছেন যথাক্রমে- ৫, ০ ও ১২ রান। কিন্তু মিরাজ তিন ম্যাচের দুটিতেই রান পেয়েছেন। এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ২৬ বলে দুটি করে চার ছয়ে করেছেন ৩৫ রান। আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৭ বলে ৫টি চারের সাহায্যে করেছেন ৪৬ রান। প্রথম টি-টোয়েন্টিতে ১৪ বলে করেন ১২ রান।

তরুণ স্পিনিং অলরাউন্ডার বললেন, ওপেনিং করাটা তিনি উপভোগ করছেন। বেশ আত্মবিশ্বাসের কথাও বলছেন মিরাজ। আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে মিরাজ বলেন, ‘যেহেতু ওপেনিংয়ে একটা সুযোগ পেয়েছি, চেষ্টা করছি ভালো খেলার জন্য। উপভোগও করছি। সবাই আমাকে সমর্থন দিচ্ছে। সবাই আমাকে নিয়ে আত্মবিশ্বাসী, আমি নিজেও অনেক আত্মবিশ্বাসী।’

শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেও সাব্বির-মিরাজকে ওপেনিংয়ে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। সফল হলে এই দুজনই ওপেন করবেন বিশ্বকাপে। ব্যর্থ হলে বিকল্প চিন্তা। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে নাজমুল হোসেন শান্তর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ মেহেদি হাসান মিরাজ সাব্বির রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর