পয়েন্ট হারিয়ে বার্সার কাছে শীর্ষস্থান খোয়াল রিয়াল
৩ অক্টোবর ২০২২ ০২:৫৮ | আপডেট: ৩ অক্টোবর ২০২২ ০৩:১৯
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। আর তাতেই পয়েন্ট খুইয়ে বার্সেলোনার কাছে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ওসাসুনাকে সমতায় ফেরান কিকে। আর ম্যাচের শেষ দিকে এসে পেনাল্টি মিস করে রিয়ালকে জয় বঞ্চিত করেন করিম বেনজেমা।
দীর্ঘ ইনজুরি থেকে সদ্যই ফিরেছেন করিম বেনজেমা। আর ফিরেই দলকে জেতাতে ব্যর্থ আর সেই সঙ্গে দলের জয়ের পথেই যেন বাধা হয়ে দাঁড়ালেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। ঘরের মাঠে ম্যাচের তখন ৭৭ মিনিটের খেলা চলছে। রিয়াল তখনও ১-১ গোলে সমতায়। লা লিগার শীর্ষস্থান ধরে রাখতে জয়ের বিকল্প নেই। এমন সময় ভিএআরের সাহায্যে রেফারি রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক নিতে আসেন বেনজেমা। গেল মৌসুমে এই ওসাসুনার বিপক্ষেই এক ম্যাচেই দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। এবার জয়ের জন্য সেই বেনজেমার পেনাল্টির দিকেই তাকিয়ে গোটা সান্তিয়াগো বার্নাব্যু। স্পটকিক নিতে এসে সজোরে শট নিলেন বেনজেমা আর বল ক্রসবারে লেগে বাইরে বেরিয়ে গেল। বেনজেমা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন। আর সেই সঙ্গে ম্যাচে লিড নিতে ব্যর্থ রিয়াল। শেষ পর্যন্ত বেনজেমার ওই পেনাল্টি মিসেই জয় হাতছাড়া রিয়ালের। সেই সঙ্গে হাতছাড়া লা লিগার শীর্ষস্থান।
লা লিগায় সমান ৭ ম্যাচ খেলে ৬টি করে জয় এবং একটি ড্র’তে সমান ১৯ পয়েন্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদকে হটিয়ে লা লিগার শীর্ষস্থানে উঠে এসেছে বার্সেলোনা।
বার্নাব্যুতে এদিন লুকা মদ্রিচ এবং থিবো কোর্তোয়াকে ছাড়াই একাদশ সাঁজাতে হয় কার্লো আনচেলোত্তি। ইনজুরির কারণে এই দুই খেলোয়াড়ই ছিটকে গেছেন কয়েক সপ্তাহর জন্য। তবে তাদের ছাড়াই শক্তিশালী একাদশ মাঠে নামায় রিয়াল।
গোটা ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেওয়া রিয়ালের মাত্র ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৮টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে ওসাসুনা। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ সাঁজাতে থাকে রিয়াল। তবে সুযোগ তৈরি করতে অপেক্ষা করতে হয় ১৭ মিনিট পর্যন্ত। ডান দিক থেকে কার্ভাহালের ক্রস লাফিয়ে উঠে মাথা ছোঁয়ান ফারল্যান্ড মেন্ডি। তবে রাখতে পারেননি লক্ষ্যে এতেই হাতছাড়া গোলের সুযোগ।
প্রথমার্ধের শেষ দিকে এসে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের বাঁকানো ক্রস ভলি করেন বেনজেমা। তবে তার শট সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। এর মিনিট তিনেক পরে কর্নার থেকে বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। এরপর ডি বক্সের বেশ দূর ঝোলানো এক শটে ওসাসুনা গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান ভিনিসিয়াস। প্রথমার্ধের শেষের আগে রিয়াল মাদ্রিদ লিড নেয় ১-০ গোলের।
দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মাথায় দারুণ এক হেডে কিকে সমতায় ফেরায় ওসাসুনাকে। এরপর ম্যাচে লিড নেওয়ার খুব কাছে পৌঁছে ছিল ওসাসুনা। সমতায় ফেরানো কিকে বলে পা ছোঁয়ালেও রাখতে পারেননি লক্ষ্যে। এতেই বার্নাব্যুতে লিড নেওয়া হয়নি ওসাসুনার। এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি রিয়াল।
ম্যাচের ৭৮তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক ক্রস ডি বক্সে পেয়ে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ানে যান বেনজেমা। তবে শট নেওয়ার আগে পেছন থেকে ওসাসুনা ডিফেন্ডার ডেভিড গার্সিয়া বেনজেমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। প্রথম সুযোগে রেফারি খেলা চালিয়ে গেলেও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আবেদনের পর ভিএআর দেখেন রেফারি। ভিএআর দেখে ডেভিড গার্সিয়াকে লাল কার্ড দেখান আর রিয়ালকে পেনাল্টি দেন।
স্পটকিক নিতে আসা বেনজেমা সজোরে শট নেন তবে তার শট ক্রসবারে লেগে প্রতিহত হলে আর লিড নেওয়া হয়নি রিয়ালের। এই নিয়ে শেষ ৭টি পেনাল্টির ৫টিই মিস করল রিয়াল। যার মধ্যে ৪টিই মিস করেছেন বেনজেমা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র’তে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লস ব্ল্যাঙ্কোসদের। আর এই সুযোগে লা লিগার শীর্ষস্থান দখল করে নিয়েছে বার্সেলোনা।
সারাবাংলা/এসএস