Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-এমবাপের গোলে শীর্ষে পিএসজি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২২ ১১:৫৯ | আপডেট: ২ অক্টোবর ২০২২ ১২:০২

শুরুতে অগোছালো পিএসজি লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি-কিকে এগিয়ে গেলেও পরে লাগাম টেনে ধরেছিল নিস। বিরতির পর সমতায় ফিরে পিএসজিকে পয়েন্ট হারানোর ভয়ও ধরিয়ে দিয়েছিল দলটি। তবে বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপে গোল করে শেষ পর্যন্ত দলকে জিতিয়েছেন।

ফ্র্যাঞ্চ লিগ ওয়ানে কঠিন লড়াই শেষে নিসের বিপক্ষে কাল ২-১ গোলে জিতেছে পিএসজি। লিগে ফরাসি ক্লাবটির এটি টানা পঞ্চম জয়। সব মিলিয়ে সপ্তম। আট ম্যাচ খেলে সাতটিতে জয় ও অন্যটিতে ড্র করা পিএসজির পয়েন্ট দাঁড়াল ২৫। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে মার্সেই।

বিজ্ঞাপন

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজির শুরুটা ছিল এলোমেলো। শুরুতে নিসকেই মনে হচ্ছিল মাঠের সেরা দল। তবে প্যারিসের দলটিকে এগিয়ে নেওয়ার কাজটা অবশ্য করে দিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি। ম্যাচের দ্বাদশ মিনিটে ফ্রি-কিক কাজে লাগাতে পারেননি নেইমার।

২৮তম মিনিটে বক্সের ঠিক সামনে ফ্রি-কিক পেলে সেটি নিতে আসেন মেসি। অসাধারণ এক শট প্রতিপক্ষের গোলরক্ষককে নড়ার সুযোগও দেননি মেসি। বাঁ বার ঘেঁষে বল পাঠিয়ে দেন জালে। নয় মিনিট পর আরেকটা ফ্রি-কিক পায় পিএসজি। এবার নেইমার শট নিলে তা লক্ষ্যে থাকেনি।

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার স্বস্তি বেশিক্ষণ থাকেনি পিএসজির। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্সের ভুলে গোল হজম করে বসে ফ্রান্সের নাম্বার ওয়ান ক্লাবটি। গোল করেন লাইতান লাবোর্দ। চার মিনিট পর মেলভিন বার্দ শট লক্ষ্যে রাখতে পারলে হয়তো এগিয়েও যেতে পারত নিস।

৫৯ মিনিটে হুগো একিতিকের বদলি হিসেবে কিলিয়ান এমবাপেকে মাঠে নামান পিএসজি কোচ। পিএসজির খেলায় তাতে ধার বাড়ে। নর্দি মুকিয়েলের কাট-ব্যাকে ডি-বক্সে ফাঁকা জায়গায় বল পান এমবাপে। জোড়ালো শটে গোলরক্ষককে সুযোগই দেননি, বল জড়িয়ে দিয়েছেন জালে।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত এই গোলেই ২-১ গোলের স্বস্তির জয় নিশ্চিত হয়েছে পিএসজির। এবারের মৌসুমের শুরু থেকেই পিএসজির আক্রমণভাগ আছে দুর্দান্ত ফর্মে। লিগে এই নিয়ে এমবাপের গোল হলো ৮টি। নেইমারও গোল করেছেন ৮টি। লিওনেল মেসির গোল ৫টি।

সারাবাংলা/এসএইচএস

কিলিয়ান এমবাপে নেইমার পিএসজি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর