‘ভালো খেলার’ দিন শেষ, এখন ট্রফি জয়ের সময়: নিগার
৩০ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ২২:৪১
রাত পোহালেই মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপ। এবারের আসরটির আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশি নারীরা। সেই আত্মবিশ্বাসে আবারও এশিয়া সেরার মুকুট জিততে চান নিগার সুলতানা জ্যোতি।
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেছেন, ‘ভালো খেলতে চাই’ বলার দিন শেষ। বাংলাদেশ এখন দারুণ এক দল। এখন ট্রফি জয়ের সময়।
এশিয়া কাপে এবারর অষ্টম আসরে অংশ নিবে মোট আটটি দল। স্বাগতিক বাংলাদেশসহ বাকি সাত দল হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
কাল বাংলাদেশ সময় সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বললেন, ‘ভালো খেলার সময় আসলে শেষ। ট্রফি যেহেতু আমাদের ছিল, চেষ্টা করব, ট্রফিটা যেন আমাদেরই থাকে। আর ভালো ক্রিকেট আমরা খেলছিও। লক্ষ্য অবশ্যই ভালো ক্রিকেট খেলা ও ট্রফি নেওয়া।’
তবে ট্রফি জয় নিশ্চয় সহজ হবে না। সবচেয়ে বড় বাধা হতে পারে ভারত। আগের সাত আসরের মধ্যে ছয়বারই যারা শিরোপা জিতেছে। পাকিস্তান, শ্রীলংকার মতো দলগুলোও বড় প্রতিপক্ষ। নিগার অবশ্য বলছেন, অন্যদের নিয়ে না ভেবে নিজেদের পরিকল্পনা কাজে লাগানোর উপায়ই শুধু খুঁজছে তার দল।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ওভাবে কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমাদের লক্ষ্য হলো ম্যাচ ধরে ধরে খেলা। অন্য দলের শক্তি-দুর্বলতাও আমরা দেখছি না। আমরা চাচ্ছি নিজেদের খেলাটা ঠিকমতো খেলতে। আমরা যদি পরিকল্পনা অনুসারে মাঠে খেলতে পারি, তাহলে আমাদের মনে হয় চ্যালেঞ্জ নিতে হবে না। সব দলই উন্নতি করেছে। আমরাও উন্নতি করেছি। এখন ক্রিকেটীয় পরিবেশের পরিবর্তন ঘটেছে বা প্রতিটা দলেরই শক্তি বেড়েছে, পাশাপাশি আমরাও অনেক উন্নতি করেছি। তো আমরা আমাদের ক্রিকেটটা খেলতে চাই, আমাদের পরিকল্পনায় এগোতে চাই।’
বাংলাদেশ নারী ক্রিকেট দল বেশিরভাগ ম্যাচই খেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই এশিয়া কাপ বলে বাড়তি সুবিধা দেখছেন বাংলাদেশ অধিনায়ক। নিগার বলেন, ‘আপনারাই (গণমাধ্যমকর্মী) বলে দিলেন, মেয়েদের হোম ভেন্যু আসলে সিলেট। আমরা চেষ্টা করব এই হোম ভেন্যুর পুরো সুবিধা নেওয়ার জন্য। কারণ, আমরা এখানে বেশি ক্রিকেট খেলি।’
কদিন আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুর্দান্ত পারফর্ম করেছেন ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বললেন নিগার।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার একটাই কথা থাকে দলের প্রতি যে আমরা সবাই মিলে খেলব, ছোট ছোট হলেও অবদান রাখব। বোলারা যেহেতু ভালো অবস্থায় আছে এবং প্রথমবারের মতো আমি বলব যে ব্যাটাররাও যেহেতু ছন্দে আছে, এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুই বিভাগের পাশাপাশি ফিল্ডিংয়েও যদি আমরা সবাই ভূমিকা রাখি, তাহলে ম্যাচগুলো আমাদের জন্য সহজ হবে।’
সারাবাংলা/এসএইচএস