Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে মিলবে ১৬ কোটি টাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩০

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি থাকছে ১৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার। পুরো টুর্নামেন্টের বাজেট ৫৬ লাখ ডলার।

টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের জন্যই থাকছে প্রাইজমানি। সেমি-ফাইনাল পরাজিত প্রত্যেক দল পাবে ৪ লাখ ডলার করে। সুপার টুয়েলভে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া ৮ দলের প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে। এছাড়া প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া চার দলের প্রত্যেকে পাবে ৪০ হাজার ডলার করে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শুরু হবে আগামী ১৬ অক্টোবর। টুর্নামেন্টের ফাইনাল ১৩ নভেম্বর।

আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা- এই আটটি দল র্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি জায়গা করে নিয়েছে সুপার টুয়েলভে। বাকি চারটি দল যুক্ত হবে প্রথম রাউন্ড অর্থাৎ বাছাই পর্ব পেরিয়ে।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর