Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নদের জন্য ছাদখোলা বাস প্রস্তুত হচ্ছে

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ২১:৩১

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামার আগে ফেসবুকে আবেগঘন এক পোস্ট দেন জাতীয় দলের ফুটবলার সানজিদা আখতার। আক্ষেপ জানান ছাদখোলা বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে বলে। এরপর মাঠে নেমে সানজিদারা করে দেখালেন। হিমালয় জয় করে বাংলাদেশে আনছেন প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। শক্তিশালী নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বাংলার বাঘিনীরা সাফের শিরোপা জিতল।

বিজ্ঞাপন

হিমালয় শিখরে বাংলাদেশের মেয়েরা

শিরোপা জয়ের পর থেকে আনন্দে ভাসছে গোটা দেশ। আর সেই সঙ্গে সানজিদার আক্ষেপগুলো মানুষের মুখেমুখে। সানজিদা লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরো নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’

বিজ্ঞাপন

তার আবেগঘন পোস্ট লাখো মানুষের মন ছুঁয়ে যায়। তার পোস্টের সূত্র ধরে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘সানজিদা ফেসবুকে লিখেছেন, তারা বিজয়ী হলে হয়তো কোনো ছাদখোলা বাসে তাদের আসা হবে না। তার এ আক্ষেপে আমরা ব্যথিত হয়েছি। দেশে সেভাবে ছাদখোলা কোনো বাস নেই। তারপরেও আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি। ছাদখোলা বাসেই বিমানবন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে তাদের নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হবে।’

তবে সানজিদাদের এই আক্ষেপ ঘুচাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি’র একটি বাসের ছাদ কেটে প্রস্তুত করা হচ্ছে ছাদকাটা বাস। বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয় আজ মঙ্গলবার সকাল থেকে। আজকের মধ্যেই বাসটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে জানা যায়।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ী দলটি আগামীকাল (২১ সেপ্টেম্বর) দেশে ফিরছে। বিমানবন্দরে নারী ফুটবল দলকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা।

সারাবাংলা/এসএস

টপ নিউজ বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশ সাফজয়ী সানজিদা আক্তার সাফ চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর