Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৩

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও সেই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড। বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে আগামী ৭ অক্টোবর।

প্রথমবারের মতো কিউইদের হয়ে বিশ্বকাপ খেলতে যাবেন ফিন অ্যালেন এবং মাইকেল ব্রেসওয়েল। এছাড়া চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার অ্যাডাম মিলনে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গী হলেও সেখানে মূলত লকি ফার্গুসনের বদলি হয়ে ছিলেন। চোট জর্জর ক্যারিয়ারে ৩১ টি-টোয়েন্টিতে ৩২টি উইকেট নিয়েছেন মিলনে। চার পেসার নিয়ে দল সাজিয়েছে কিউইরা। লকি ফার্গুসন, টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের সঙ্গে এবার যুক্ত হলেন অ্যাডাম মিলনেও।

বিজ্ঞাপন

এদিকে পিঠের চোটের কারণে বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার কাইল জেমিসন।

নিউজিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট ও ফিন অ্যালেন।

সারাবাংলা/এসএস

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ত্রিদেশীয় সিরিজ দল ঘোষণা নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর