মুশফিকের ইনজুরি, হাঁটুতে ছয় সেলাই
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৮
ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ফিটনেস নিয়ে কাজ করার সময় আঘাত পান বাম হাঁটুতে। পরে হাসপাতালে গেলে ছয়টি সেলাই দেওয়া হয়েছে মুশফিকের হাঁটুতে। সুস্থ্য হতে সময় লাগবে অন্তত ১৪ দিন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস নিয়ে কাজ করার সময় হঠাৎ-ই আঘাত পান মুশফিক। দ্রুত হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ছয় সেলাই লাগলেও চিড় ধরা পরেনি বলে এই ইনজুরিকে ‘বড় কিছু নয়’ বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘আজ সকালে মুশফিক বাম পায়ে আঘাত পায়। পরে হাসপাতালে নিলে ৫-৬টা সেলাই দেওয়া হয়েছে। তবে চোটটা খারাপ কিছু না। কোনো ফ্যাকচার (চিড়) ধরা পড়েনি। দ্রুতই ঠিক হয়ে যাবে। ১০ দিনের মধ্যেই সেলাই কাটা যাবে। তবে আপাতত বেড রেস্টে থাকতে হবে।’
আগামী নভেম্বরে দেশের মাটিতে ভারত সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকবে। কিছুদিন আগে এই ফরম্যাটকে বিদায় বলেছেন মুশফিক। সে হিসেবে লম্বা সময় জাতীয় দলে কাজ নেই মুশফিকের। তবুও নিয়ম করে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। নিয়মিত মিরপুর এসে অনুশীলন করতে দেখা যায় অভিজ্ঞ ক্রিকেটারকে। আজ চোটে পড়েলেন সেখানেই।
আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। মুশফিক জানিয়েছেন, রাজশাহী বিভাগের হয়ে এবার জাতীয় লিগের সব রাউন্ড খেলতে চান।
ইনজুরি ঠিক সময়ে সারলে জাতীয় লিগের প্রথম রাউন্ড থেকেই মাঠে দেখা যাবে মুশফিককে।
সারাবাংলা/এসএইচএস