Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৬

নিউজিল্যান্ডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তবে কিউইদের দেশে পাড়ি জমানোর আগে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। আর প্রস্তুতির মধ্যে দেশটির সঙ্গে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার এই অনুশীলন ক্যাম্পের জন্য দুবাইয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ দল।

বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। ক্যাম্প করার পাশাপাশি সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সূচি চূড়ান্ত না হলেও ২৫ ও ২৭ সেপ্টেম্বর হতে পারে ম্যাচ দুটি।

বিজ্ঞাপন

এর আগে বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে তিন দিনের অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ছিলেন হাই-পারফরম্যান্স ইউনিট ও বাংলা টাইগার্সের নির্বাচিত খেলোয়াড়রা। তবে টানা বৃষ্টির কারণে ক্যাম্প চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতির জন্য তাই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল।

এদিকে সুজন আরও বলেন, ‘সাকিব আল হাসানকে আমরা আগেই একটা ঘরোয়া টুর্নামেন্টের জন্য এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছি। এখনো সেভাবেই আছে। এ (দুবাইতে যোগ দেওয়া) ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যেহেতু এটা একটা দলের প্রস্তুতি, টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে।’

দুবাইয়ের সুযোগ-সুবিধা ব্যবহারের পাশাপাশি এই ক্যাম্পকে ঘিরে টিম ম্যানেজমেন্টের বিশেষ পরিকল্পনার কথাও বললেন প্রধান নির্বাহী। ‘শুধু যে ওখানকার সুযোগ-সুবিধার জন্যই যাওয়া হচ্ছে, তা নয়। আরও কিছু পরিকল্পনা তো আছে। সব ব্যাপারগুলো ওভাবে সামনে না এনে আমাদের ফোকাস থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে পুরোপুরি তৈরি করা।’—যোগ করেন নিজামউদ্দিন চৌধুরী সুজন

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের প্রস্তুতি