Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরনো কথা বলে নতুন করে দলে শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৫

গত জিম্বাবুয়ে সিরিজে প্রত্যাশিত পারফর্ম করতে না পারার কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পরেছিলেন নাজমুল হোসেন শান্ত। সদ্য সমাপ্ত এশিয়া কাপের দলে ছিলেন না তিনি। সেই শান্ত ঢুকে পরলেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। অথচ জিম্বাবুয়ে সিরিজের পর থেকে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচই খেলেননি তিনি। তাহলে কোন পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পেলেন বিশ্বকাপ দলে? এমন প্রশ্নে পুরনো কথাই বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। দুজনের বলেছেন, শান্ত প্রতিভাবান এবং ভালো করার সামর্থ আছে।

বিজ্ঞাপন

শান্তর যে সামর্থ আছে সেটা অবশ্য অস্বীকার করার লোক কমই আছে। নেটে তার ব্যাটিং দেখে অপছন্দ করার মতো লোক খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু অভিষেকের পর পাঁচ বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে রান করার রাস্তা যেন খুঁজে পাননি।

১৯টি টেস্ট খেলা শান্তর গড় ২৬.০৮। ১৩টি ওয়ানডে খেলা ২৪ বছর তরুণের গড় ১৪.৫৩, স্ট্রাইকরেট ৬১.১৬। টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন ৯টি। তাতে ১৮.৫০ গড়ে রান করেছেন ১৪৮। স্ট্রাইকরেট ১০৪.২২। অফ ফর্মের কারণে বাদ পরেন। পরে সামর্থের কথা বিবেচনা করে তাকে দলে ডাকা হয়। আবারও অফ ফর্মের কারণে বাদ পরেন। পাঁচ বছরের ক্যারিয়ারে শান্তর পথচলা যেন অনেকটা এমনই।

তাকে বিশ্বকাপ দলে নেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছিলেন, ‘শান্তকে নিয়ে অনেক আলোচনা হয়েছে (দলে নেওয়া হবে কিনা)। অনেক বিশ্লেষণ করেছি। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, এখানে কাররই দ্বিমত ছিল না।’

তিনি বলেন, ‘আপনি বিপিএলে শান্তর পারফরম্যান্স দেখেন, সেটা কিন্তু খারাপ না। বিপিএলে লোকাল প্লেয়ারের যে কয়েকটা সেঞ্চরি আছে বেশি কিন্তু শান্তই। ঘরোয়া পারফরম্যান্স ওর খারাপ না। আর আন্তর্জাতিক পর্যায়ে আমরা এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) কিন্তু সবাই সংগ্রাম করছি। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের মতামতেই ভিত্তিতেই তাকে দলে নেওয়া।’

শান্তকে দলে নেওয়ার কারণ হিসেবে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেন, ‘সে খুব ভালো একজন খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মেজাজ তার আছে। যতটুকু আমি তাকে ব্যাট করতে দেখেছি বা তার সঙ্গে কথা বলেছি, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তার মেজাজ আছে। তার খেলা বাউন্সি উইকেটের উপযুক্ত। আমরা যে ইমপ্যাক্ট খুঁজছি, সেটার রসদ তার কাছে রয়েছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবং নাজমুল হোসেন শান্ত

স্ট্যান্ডবাই

শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর