বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ থাকবেন কিনা ভাবছে টিম ম্যানেজমেন্ট
১২ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৭
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন কিনা তা নিয়ে কদিন ধরেই গুঞ্জন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে টিম ম্যানেজমেন্টের মধ্যেও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সুজন বলেন, মাহমুদউল্লাহর মতো একজনকে হুট করেই বাদ দেওয়া যায় না। তবে সবার আগে দলের স্বার্থটাই আগে।
বিশ্বকাপ দল ঘোষণার জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে আইসিসি। সে হিসেবে তিন দিন হাতে আছে বিসিবির। এই সময়টা কাজে লাগাতে মিরপুরে ক্রিকেটারদের নিয়ে ম্যাচ সিনারিও ক্যাম্প করছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
আজ সোমবার (১২ সেপ্টম্বর) প্রথম দিনের ক্যাম্পে ক্রিকেটারদের পরখ করেছেন ভারতীয় এই কোচ। তার ফাঁকে খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমের মুখোমুখি হলে উঠল মাহমুদউল্লাহ প্রসঙ্গ।
সুজন বলেন, ‘সাদা বলের ক্রিকেটে রিয়াদ এখনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশ। চিন্তা করিনি তা নয়, চিন্তা আছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দল করার সময় সিদ্ধান্ত নেওয়া হবে যে রিয়াদ থাকবে কিনা। বা আমাদের প্রয়োজন আছে কিনা। তবে এতটুকু বলি, রিয়াদ এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রিয়াদ কেন দলে থাকবে বা থাকবে না তা নিয়ে আলোচান হওয়া ভালো।’
তিনি বলেন বলেন, ‘রিয়াদ অটোমেটিক চয়েজ না, এটা বলা যাবে না। আমাদের সবকিছু নিয়েই চিন্তা করতে হবে। দিনশেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন আমরা সেটাই করব। রিয়াদ যেহেতু এখনও এই ফরম্যাটে খেলে অতএব এখনও সে আমাদের অন্য দশজন প্লেয়ারের মতোই। তার অভিজ্ঞতা আছে। তবে অভিজ্ঞতা আছে নেই হিসেবে কাউকে আমরা আলাদা করছি না। রিয়াদ যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, রাব্বিও (ইয়াসির আলি) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের খেলোয়াড়।’
মাস দুই আগেও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। ২০০৭ সালের সেপ্টম্বরে অভিষেকের পর থেকে এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২১ ম্যাচ খেলেছেন তিনি। এমন একজনকে বাদ দিতে হলে যে দশবার ভাবতে হয় সেটাও স্মরণ করিয়ে দিলেন সুজন।
টিম ডিরেক্টর বলেন, ‘একটা ছেলে এতো বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ হয়তো সারা জীবন থাকবে না। তবে তাদের সার্ভিসকে আমরা সবসময় মূল্যায়ন করতে চাই। পঞ্চপাণ্ডবের অবদান অস্বীকার করার সুযোগ নেই। রিয়াদের এখনও খেলার আগ্রহ আছে। তবে হ্যাঁ তার কাছ থেকে যেমন প্রত্যাশা সেটা আমরা পাইনাই। একদম পারেনি তেমনটা নয়, ছোট ছোট অবদান আছে। ২২ বলে ২২ আছে, ২০ আছে আরও কিছু রান আছে। তবে হ্যাঁ রিয়াদ ম্যাচ উইনার। এটা ভুলে গেলেও চলবে না। এমন একজন খেলোয়াড়কে হুট করেই আপনি না বলতে পারবেন না।’
সারাবাংলা/এসএইচএস
খালেদ মাহমুদ সুজন টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ মাহমুদউল্লাহ