Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় সংগ্রহের জবাব দিতে নেমে চাপে পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৫

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানি পেসারদের গতির ঝড়ে মাত্র ৫৮ রানে পাঁচ উইকেট হারালেও ভানুকা রাজাপাক্ষের ঝড়ে শেষ পর্যন্ত ১৭০ রানের বড় সংগ্রহ গড়েছে শ্রীলংকা। জবাব দিতে নেমে স্বচ্ছন্দে এগুতে পারেনি পাকিস্তান।

শুরুতেই বাবর আজম ও ফখর জামানকে হারিয়ে বসা পাকিস্তান বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি। প্রথম দশ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৮।

রোববার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭০ রানের জবাব দিতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে বড় ধাক্কা খায় পাকিস্তান। শ্রীলংকার তরুণ পেসার দিলশান মাদুশানকা প্রথম ওভারে পাঁচ ওয়াইডে ১২ রান দিলেও পরে সাবধানেই এগুচ্ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

পুরো এশিয়া কাপে রান পাননি বাবর আজম। ফাইনালে পাকিস্তানি অধিনায়কের ওপর তাই বড় দায়িত্বই ছিল। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে প্রামুদ মাদুশানকে ফ্লিক করতে গিয়ে সরাসরি ফিল্ডারের হাতে বল তুলে দিয়েছেন বাবর।

অফ স্ট্যাম্পের বাইরে পিচ করা পরের ডেলিভারিটি স্ট্যাম্পে টেনে এনে বোল্ড তিনে নামা ফখর জামান। দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান পরে সাবধানে এগিয়েছে।

চারে নামা ইফতিখার আহমেদ রান তোলার চেয়ে ধস ঠেকাতেই বেশি মনযোগ দিয়েছেন, অপর প্রান্তে ওপেনার রিজওয়ানও খেলেছেন রয়েসয়ে। প্রথম দশ ওভারে তাই ৬৮ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান।

ইফতিখার আহমেদ ২০ বলে ১৭ রান করে অপরাজিত। মোহাম্মদ রিজওয়ান ৩৪ বলে ৩৬ রানে অপরাজিত।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে শ্রীলংকা। ৫৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বসা দলটির হয়ে পরে ৪৫ বলে ৭১ রান করেছেন ভানুকা রাজাপাক্ষে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর