কোনো প্রত্যাশার চাপ নয়, খোলামনে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২২ ২২:১৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:২০
অক্টোবরে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে সংস্করণটিতে বাংলাদেশ বরাবরই দুর্বল। ২০০৭ সালে এই সংস্করণের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে নিয়মিতই টুর্নামেন্টটিতে খেলে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু মূল পর্বে জয় মাত্র একটি! সেটাও সেই ২০০৭ সালের প্রথম বিশ্বকাপে! এদিকে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, অতোশতো না ভেবে এবারের বিশ্বকাপে খোলামনে ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ।
আইসিসি র্যাংকিং অনুযায়ী এবার বাংলাদেশ সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। তাতে প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব থেকে উঠে আসা দুটি দল।
শনিবার (১০ সেপ্টম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছিলেন, ‘বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। বিশ্বকাপে এমন না যে খুব বেশি প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমাদের অনেক কিছু করতে হবে। এরকমভাবে যেতে চাই না। এটা আমার ব্যক্তিগত অভিমত।’
এই বিশ্বকাপে বাংলাদেশের কোনো প্রত্যাশার চাপ দেখেন না, বলেছেন হাবিবুল। তিনি বলেন, ‘আমার মনে হয় যে, বিশ্বকাপ অনেক কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। সব দল অনেক প্রস্তুতি নিয়ে আসে। সবাই সেরাটা দেওয়ার জন্যই আসে। সেখানে ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা খোলা মন নিয়ে গিয়ে যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলে বিশ্বকাপে ভালো করা সম্ভব। কিন্তু এই বিশ্বকাপে আমি কোনো প্রত্যাশার চাপ দিতে চাই না।’
যদিও পরিস্থিতি বলছে টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্য পেতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাছাড়া উপায়ও নেই। এই ফরম্যাটের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। অন্য দলগুলো তাতে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ পিছিয়ে পড়ছে। আফগানিস্তানের মতো দলও টি-টোয়েন্টিতে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে।
এই ফরম্যাটে সাফল্য পেতে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাসেল ডমিঙ্গোকে। ভারতের শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেওয়া হয়েছে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। দীর্ঘদিন কোচিং করেছেন আইপিএলেও।
শ্রীরামের এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই শ্রীরাম অনেক বড় সাহায্য করবে আমাদের জন্য। ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করেছে, কন্ডিশন সম্পর্কে ভালো জানে, আমরা কি ফেস করতে পারি। সেই সম্পর্কে খুব ভালো ধারণা আছে। এই যে তিনদিনের ক্যাম্প হচ্ছে, সেটা কিন্তু ঐটা নিয়েই। আমাদের খেলোয়াড়দের ধারণা দেওয়া, গেমপ্ল্যান দেওয়া। যেন যাওয়ার আগেই আমরা পরিকল্পনা নিয়ে নিতে পারি। মানসিকভাবে কিভাবে এগিয়ে থাকতে পারি সেটাই।’
সারাবাংলা/এসএইচএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ শ্রীধরন শ্রীরাম হাবিবুল বাশার সুমন