ফাইনালের আগে পাকিস্তানকে বোলিং জাদু দেখাল শ্রীলংকা
৯ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৯ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪৩
একদিন পর এশিয়া কাপের ফাইনাল খেলতে নামবে পাকিস্তান-শ্রীলংকা। তার আগে আজ দুই দলের সুপার ফোর ম্যাচটি অনেকটা নিয়মরক্ষারই। নিয়মরক্ষার এই ম্যাচে পাকিস্তানকে বোলিংয়ে কাঁপিয়ে দিল শ্রীলংকা। আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে ১২১ রানেই গুটিয়ে দিয়েছে শ্রীলংকা।
সুপার ফোরের বাকি দুই ম্যাচে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে আগেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে রেখেছে পাকিস্তান, শ্রীলংকা। আজ সেরা একাদশের কয়েকজন ক্রিকেটারকে তাই বিশ্রামও দিয়েছে দুই দল। তবে ব্যাটিং ডিপার্টমেন্টে খুব একটা পরিবর্তন আনেনি পাকিস্তান। তবুও ধাঁকতে হলো লংকান বোলিংয়ের বিপক্ষে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রত্যাশা মতো আগে বোলিংই নিয়েছেন শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা। পাকিস্তান উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ান ফিরে গেছেন ১৪ বলে ১৪ রান করে।
তিন নম্বরে নামা ফখর জামান আজও রান পাননি। তবে সবচেয়ে বেশি নজর ছিল বাবর আজমের দিকে। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাসেনি পাকিস্তান অধিনায়কের। যাতে টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষস্থানও হারিয়েছেন। ফাইনালের আগে বাবর আজ রানে ফেরেন কিনা সেটাই ছিল দেখার।
শুরু থেকে সাবধানি এগিয়ে অনেকক্ষণ অবশ্য ক্রিজেও থাকলেন। কিন্তু প্রত্যাশা মেটাতে পারেননি পাকিস্তান অধিনায়ক। ফিরেছেন ২৯ বলে ৩০ রান করে।
এরপর শেষ দিকে দুই ছয় এক চারে মোহাম্মদ নাওয়াজই বলার মতো রান করতে পেরেছেন। ১৮ বলে ২৬ রান করেছেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১২১ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।
শ্রীলংকার হয়ে হাসারাঙ্গা ২১ রানে তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন মাহেশ থাকসেনা ও প্রামুদ মাদুশাঙ্কা।
সারাবাংলা/এসএইচএস