Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেভান্ডোফস্কির হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে বার্সার উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫১

গেল মৌসুমে ইউরোপা লিগে অবনমনটা বেশ কষ্টদায়ক ছিল বার্সেলোনার জন্য। আর তাই তো ২০২২/২৩ মৌসুমে নিজেদের গোটা দলকেই ঢেলে সাজিয়েছে কাতালান ক্লাবটি। বায়ার্ন মিউনিখ থেকে উড়িয়ে এনেছে রবার্ট লেভান্ডোফস্কিকে এছাড়াও দলে এসেছে আরও বেশকিছু খেলোয়াড়। নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ভিক্টর প্ল্যাজের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে বার্সা।

বায়ার্ন থেকে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় নাম লেখানো রবার্ট লেভান্ডোফস্কি চ্যাম্পিয়নস লিগে বার্সার হয়ে অভিষেকের দিনেই করেছেন হ্যাটট্রিক। তার সঙ্গে ফ্র্যাঙ্ক কেসি এবং ফেরান তোরেসের গোলে ভিক্টর প্ল্যাজেনকে ৫-১ ব্যবধান উড়িয়ে দারুণ সূচনা করেছে বার্সা।

বিজ্ঞাপন

নাটকীয় জয় অ্যাটলেটিকোর, ইন্টারকে হারিয়েছে বায়ার্ন

নাপোলিতে বিধ্বস্ত লিভারপুল

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ যাত্রা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ভিক্টর প্ল্যাজেনকে দম ফেলার সময় দেয়নি বার্সা। ম্যাচের ১৩ মিনিটের মাথায় বার্সার নতুন দুই খেলোয়াড় জুলেস কুন্দে কর্নার থেকে উড়ে আসা বল হেড দেওয়ার চেষ্টা করেন কিন্তু তার মাথায় বল ছুঁয়ে যায় ফ্র্যাঙ্ক কেসির কাছে। লাফিয়ে উঠে কেসি হেড দিয়ে বল জালে জড়িয়ে বার্সায় নিজের প্রথম গোলটি করেন আর দলকেও এগিয়ে নেন ১-০ ব্যবধানে।

মিনিট দশেক পর ক্রিস্টিয়ানসেনের ফাউলের কারণে পেনাল্টি পায় প্ল্যাজেন তবে ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন। এরপর ৩৪তম মিনিটে সার্জি রবের্তোর ক্রস থেকে দারুণ এক গোল করে চ্যাম্পিয়নস লিগে নিজের খাতা খোলেন রবার্ট লেভান্ডোফস্কি। ব্যবধান দ্বিগুণ হতে পারতো ৪০তম মিনিটেই, তবে পেদ্রির দারুণ এক বল লেভা জালের দিকে পাঠালেও গোল লাইন থেকে বল ক্লিয়ার করেন প্ল্যাজেনের জেমেলকা। প্রথমার্ধের মিনিট খানেক বাকি থাকতে প্ল্যাজেনের হয়ে এক গোল পরিশোধ করেন জান সাইকোরা।

বিজ্ঞাপন

তবে বার্সেলোনাকে আবারও দুই গোলের লিড এনে দেন লেভান্ডোফস্কি। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে উসমান দেম্বেলের দুর্দান্ত এক ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান লেভা। আর বার্সা ৩-১ গোলের লিড পেয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে বার্সা। ৬৭তম মিনিটে এসে পেয়ে যায় চতুর্থ গোল আর রবার্ট লেভান্ডোফস্কিও পূর্ণ করেন তার হ্যাটট্রিক। ফেরারন তোরেসের কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন লেভা। এর মিনিট চারেক পরে দেম্বেলের দ্বিতীয় আসিস্ট থেকে বার্সার পঞ্চম গোলটি করনে বদলি হিসেবে নামা ফেরারন তোরেস। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

সারাবাংলা/এসএস

২০২২/২৩ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ টপ নিউজ বার্সেলোনা বার্সেলোনা বনাম ভিক্টর প্ল্যাজেন রবার্ট লেভান্ডোফস্কি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর