Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজওয়ানের কাছে শীর্ষস্থান হারালেন বাবর, আফিফ-সাকিবের উন্নতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:১০

এশিয়া কাপে ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারেননি বাবর আজম। অপর দিকে মোহাম্মদ রিজওয়ান খেলছেন দুর্দান্ত। যার প্রভাব পড়ল র‌্যাংকিংয়ে। স্ব-দেশী বাবরকে টপকে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে বসেছেন রিজওয়ান। এদিকে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে আফিফ হোসেন ধ্রুব, সাকিব আল হাসান, তাসকিন আহমেদদেরও।

তিন ফরম্যাটেই ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠার সুযোগ ছিল বাবর আজমের। ওয়ানডে, টি-টোয়েন্টিতে অনেকদিন যাবতই শীর্ষে ছিলেন। টেস্টের শীর্ষে উঠার কাছাকাছি ছিলেন। শুধু টেস্টের শীর্ষে উঠলেই হতো। কিন্তু তার আগে টি-টোয়েন্টির শীর্ষস্থানই হারালেন বাবর। টানা ১১১৫ দিন শীর্ষে থাকার পর টি-টোয়েন্টির শীর্ষস্থান হারালেন পাকিস্তানি অধিনায়ক।

বিজ্ঞাপন

এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা বাবরের রান যথাক্রমে- ১০, ৯ ও ১৪। অপর দিকে দুই হাফ সেঞ্চুরিতে তিন ম্যাচে ১৯২ রান করে রিজওয়ান এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।

বুধবার (৭ সেপ্টেম্বর) সাপ্তাহিক র‌্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে বাবরের পয়েন্ট ৭৯৪, রিজওয়ানের ৮১৫। পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রিজওয়ান। বাবর, রিজওয়ানের আগে এই কীর্তি গড়েছিলেন মিসবাহ-উল হক।

এদিকে, এশিয়া কাপ থেকে বাংলাদেশ খালি হাতে ফিরলেও ব্যক্তিগতভাবে নজড়কাড়া পারফর্ম করেছেন আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেনরা। তাতে র‌্যাংকিংয়ে উন্নতিও হয়েছে।

শ্রীলংকার বিপক্ষে দুই উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ওই ম্যাচে ২২ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন আফিফ হোসেন ধ্রুব। এতে ৭ ধাপ এগিয়েছেন তরুণ মিডল অর্ডার ব্যাটার। ৫৭ নম্বর থেকে ৫০ নম্বরে উঠে এসেছেন তিনি।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলংকার বিপক্ষে ২৪ রানের ইনিংস খেলেছিলেন। তাতে একধাপ এগিয়ে ৬৭ নম্বরে উঠে এসেছেন তিনি। বোলিংয়ে এগিয়েছেন তাসকিন আহমেদ। শ্রীলংকার বিপক্ষে ২৪ রানে ২ উইকেট নেওয়া তাসকিন ২৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭২তম অবস্থানে।

সারাবাংলা/এসএইচএস

আফিফ হোসেন ধ্রুব টপ নিউজ বাবর আজম মোহাম্মদ রিজওয়ান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর