Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোট গুরুতর না হলেও বেনজেমাকে নিয়ে ঝুঁকি নয়

স্পোর্টস ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৭ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৮

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর দলের হাল ধরেছেন করিম বেনজেমা। তার কাঁধে ভর করে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগও জিতেছে রিয়াল। গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিওগে ১২ ম্যাচে ১৫টি গোল করেন বেনজেমা। ২০২২/২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে খেলতে নেমে চোট পেয়ে মাঠ ছাড়েন বেনজেমা। তবে তার চোট গুরুতর নয় বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। তবে তারপরেও পরবর্তি ম্যাচে বেনজেমাকে দলে রাখা হবে না বলেও জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।

বিজ্ঞাপন

ম্যাচের ২৭তম মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। দলের সেরা খেলোয়াড় করিম বেনজেমা হাঁটুতে চোট পেয়ে খোঁড়াতে থাকেন। এরপর ৩০ মিনিটের মাথায় তাকে তুলে নিয়ে এডেন হ্যাজার্ডকে মাঠে নামাতে বাধ্য হন কার্লো আনচেলোত্তি। পরে এডেন হ্যাজার্ডের একটি করে গোল ও অ্যাসিস্টে রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানের জয় পায় সেল্টিকের বিপক্ষে।

বেনজেমার প্রাথমিক চিকিৎসার পর জানা যায় চোট তেমন গুরুতর নয়। আনচেলোত্তি বলেন, ‘খুব দুর্ভাবনার কিছু আছে বলে মনে হচ্ছে না। কালকে (বুধবার) পরীক্ষার পর পুরোপুরি বোঝা যাবে। তবে প্রাথমিকভাবে খুব গুরুতর কিছু মনে হচ্ছে না। পেশীর কোনো চোট কিনা, নিশ্চিত নয় এখনও। হতে পারে স্রেফ কোনো অস্বস্তি অনুভব করছিল সে। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবটুকু জানতে।’

তবে বেনজেমাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেবে না রিয়াল মাদ্রিদ। পুরোপুরি সুস্থ না হলে তাকে পরবর্তী ম্যাচে খেলাবে না বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। আগামী ১১ সেপ্টেম্বর মায়োর্কাকে আতিথ্য দেবে রিয়াল। ওই ম্যাচে বেনজেমার পরিবর্তে হ্যাজার্ডকে মাঠে দেখা যেতে পারে।

এ ব্যাপারে আনচেলোত্তি বলেন, ‘সম্ভবত সে হাঁটুতে অস্বস্তি অনুভব করছিল। দেখা যাক, আশা করি, এটা গুরুতর কিছু নয়। আর যদি সেরকম কিছু হয়ও, যথেষ্ট বিকল্প ফুটবলার আমাদের আছে।’

সারাবাংলা/এসএস

২০২২/২৩ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ করিম বেনজেমা চোট পেয়েছেন বেনজেমা রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর