Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার ফোরে প্রথম জয়ের খোঁজে শুরুতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৭

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানে কাছে হেরেছে ভারত। অন্যদিকে আফগানদের হারিয়ে ফুরফুরে মেজাজে শ্রীলংকা। শ্রীলংকা কাছে এই ম্যাচ হারলে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে ভারতের। তাই রোহিত শর্মার দলের জন্য বাঁচামরার লড়াই হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। দুবাইয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাক।

বিজ্ঞাপন

ভারত একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশব পন্ত (উইকেটরক্ষক), দীপক হুদা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, যুযবেন্দ্র চাহাল এবং আরশদ্বীপ সিং।

শ্রীলংকা একাদশ

দনুশ গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়াইনিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মদুশনাকা এবং অসিথা ফার্নান্দো।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ এশিয়া কাপ ২০২২ ভারত বনাম শ্রীলংকা সুপার ফোর

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর