Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে ৫ উইকেটে হারাল পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ০০:০১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২২ ১২:২২

১৮১ রানের বড় পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ বাবর আজমকে ফিরিয়েছিল ভারত। তবে পরে সেই চাপটা আর ধরে রাখতে পারেনি রোহিত শর্মার দল। মোহাম্মদ রিজওয়ানের দারুণ এক হাফ সেঞ্চুরি ও মোহাম্মদ নাওয়াজের বিধ্বংসী ইনিংসের কল্যাণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শেষে হাসি হেসেছে পাকিস্তান।

এশিয়া কাপে দ্বিতীয় দেখায় ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে প্রথম দেখায় পাঁচ উইকেটে জিতেছিল ভারত।

বিজ্ঞাপন

আজ রোববার (৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির দারুণ এক হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত। পরে ১ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮২ রান ‍তুলে ফেলে পাকিস্তান। এই জয়ে এশিয়া কাপের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাবর আজমের পাকিস্তান।

১৮১ রানের জবাব দিতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। রবি বিষ্ণুয়ের লাফিয়ে উঠা এক বলে ১০ বলে ১৪ রান করে ফেরেন বাবর আজম। পাকিস্তানের দলীয় রান তখন ২২। তিনে নেমে ফখর জামানও (১৮ বলে ১৫) সুবিধা করতে পারেনি।

এরপর একটা ‘বাজি’ খেলেছে পাকিস্তান এবং সেটা কাজেও লেগেছে। মোহাম্মদ নাওয়াজ বরাবরই লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকেন। কিন্তু বাবর, ফখর দ্রুত ফেরাতে চার নম্বরে পাঠানো হয় নাওয়াজকে। এই সিদ্ধান্তই পাকিস্তানকে ম্যাচে ফিরিয়েছে।

ক্রিজে নেমে ভারতীয় বোলারদের স্রেফ কচুকাটা করতে চেয়েছেন নাওয়াজ। ওপেনার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তৃতীয় উইকেটে অসাধারণ এক জুটি গড়ে তোলেন বাঁহাতি অলরাউন্ডারঅ। মাত্র ৪১ বলে ৭৩ রান তুলেছেন দুজন। যাতে নাওয়াজের অবদান ২০ বলে ৪১। ৬টি চার, ২টি ছয়ের সাহায্যে এই রান তুলেছেন নাওয়াজ।

বিজ্ঞাপন

নাওয়ার ফেরার পরপর মোহাম্মদ রিজওয়ানও ফিরলে ফের চাপে পরে পাকিস্তান। আসিফ আলি ছোট তবে কার্যকারী এক ইনিংস খেলে সেই চাপ কাটিয়ে তুলেছেন। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮৩ রান ‍তুলে ফেলে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫১ বলে ৬টি চার ২টি ছয়ে ৭১ রান করেন। আসিফ ৮ বল খেলে ২টি চার ১টি ছয়ে ১৬ রান করেন। খুশদিল শাহ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১ বলে ১৪ রান করে।

এর আগে ভারতের ১৮১ রানের সংগ্রহে বড় অবদান বিরাট কোহলির। ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্ত। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে রীতিমতো ঝড় তোলেন রোহিত শর্মা। তবে অল্প রানের ব্যবধানে ফেরেন রোহিত ও লোকেশ রাহুল।

রোহিত মাত্র ১৬ বলে ২৮ রান করেছেন ৩টি চার ২টি ছয়ের সাহায্যে। রাহুল ২০ বলে করেছেন ২৮ রান। পরে সূর্যকামার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশভ পন্তরা সুবিধা করতে পারেননি। তবে তিনে নামা বিরাট কোহলি একপ্রান্তে অবিচল ছিলেন দুর্দান্তভাবে।

২০তম ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে ৬০ রান করেছেন কোহলি। চার মেরেছেন ৪টি, ছক্কা ১টি। শেষ দিকে দ্বীপক হুড়া ১৪ বলে ১৬ রান করলে ১৮১ রানের সংগ্রহ পায় ভারত। পাকিস্তানের পক্ষে ৩১ রানে দুই উইকেট নিয়েছেন শাদাব খান।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২ বাবর আজম বিরাট কোহলি মোহাম্মদ রিজওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর