Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির ফিফটিতে পাকিস্তানকে ১৮২ রানের লক্ষ্য দিল ভারত

স্পোর্টস ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৫

১৮তম ওভারের শেষ বলে মোহাম্মদ হাসনাইনের করা ঘণ্টায় ১৪৯ কিলোমিটার গতিতে করা বলটি ডিপ মিডউইকেটের ওপর দিয়ে গ্যালারিতে পাঠিয়ে ব্যাট উঁচিয়ে জানান দিলেন কোহলি ফুরিয়ে যায়নি। ৩৬ বলে তুলে নিলেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। কোহলির দুর্দান্ত ইনিংসে ভর করে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ভারতের সংগ্রহ ১৮১ রান।

এশিয়া কাপের সুপার ফোরে এবারের টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো দেখা ভারত পাকিস্তানের। ধ্রুপদী এই লড়াইয়ে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এদিন শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। পাওয়ার প্লে’তে পেয়ে যান ঝড়ো শুরুও।

বিজ্ঞাপন

ইনিংসের ৫ম ওভারেই দলীয় অর্ধশতক তুলে নেয় ভারত। সে সময় রাহুল ১৫ বলে ২৬ আর রোহিত ১৫ বলে নেন ২৮ রান। তবে মারকুটে খেলা ধরে রাখতে গিয়ে ৬ষ্ঠ ওভারের প্রথম বলে হারিস রউফকে উড়িয়ে মারতে গিয়ে খুশদিল শাহর তালুবন্দি হন রোহিত শর্মা। আউট হওয়ার আগে ১৬ বলে ৩টি চার আর দুটি ছয়ে ২৮ রান করেন রোহিত, সে সময় ভারতের দলীয় সংগ্রহ ছিল ৫৪।

রোহিত ফেরার পর ইনিংস বড় করতে পারেননি লোকেশ রাহুলও। ৭ম ওভারের প্রথম বলে শাদাব খানকে লং অন দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে মোহাম্মদ নওয়াজের তালুবন্দি হন রাহুল। আউট হওয়ার আগে ২০ বলে একটি চার ও দুটি ছয়ে ২৮ রান করে রাহুল।

তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে ২১ বলে ২৯ রানের জুটি গড়েন। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ যাদবও। ১০ ওভারে মোহাম্মদ নওয়াজের বলে স্কয়ার লেগে আসিফ আলীর হাতে বন্দি হন তিনি। চতুর্থ উইকেটে রিশব পন্তের সঙ্গে ২৫ বলে ৩৫ রানের জুটি গড়েন কোহলি। তবে এই জুটিও বেশি বড় হয়নি। ১৪তম ওভারে রিশব পন্তও ফিরেছেন ১২ বলে ১৪ রান করে। তবে বিরাট কোহলি এক প্রান্ত আকড়ে রাখেন। এর মধ্যে হার্দিক পান্ডিয়া ২ বলে কোনো রান না করেই ফিরলে বিপদ বাড়ে ভারতের।

বিজ্ঞাপন

তবে কোহলির দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতায় ভারত বড় সংগ্রহের পথেই থাকে। তুলে নেন ফিফটি। আর ভারতকে শেষ পর্যন্ত এনে দেন ১৮১ রানের পুঁজি। শেষ দিকে ৪৪ বলে চারটি চার আর একটি ছক্কায় ৬০ রান করে রানআউট হয়ে ফেরেন কোহলি।

পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন শাদাদ খান আর একটি করে উইকেট নেন নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ এবং মোহাম্মদ নওয়াজ।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ এশিয়া কাপ ২০২২ টপ নিউজ ভারত বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর