Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাড্ডাহাড্ডি লড়াই শেষে শ্রীলংকার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২২ ০০:০৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ১২:২০

এশিয়া কাপে প্রথম দেখায় শ্রীলংকাকে স্রেফ উড়িয়ে দিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় দেখায় তার শোধটা অবশ্য তুলে নিতে পারল লংকানরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানদের আজ ৪ উইকেটে হারিয়েছে শ্রীলংকা।

শনিবার (৩ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে তরুণ ওপেনার রহমতউল্লাহ গুলবাজের ৪৫ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংসের কল্যাণে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল আফগানিস্তান। পরে সম্মিলিত প্রচেষ্টায় ৫ বল হাতে রেখে জয়ের জন্য ১৭৯ রান তুলেছে শ্রীলংকা।

বিজ্ঞাপন

১৭৫ রানের সংগ্রহকে বড়ই মনে হচ্ছিল। কারণ আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টে রশিদ খান, মুজিব-উর রহমান, মোহাম্মদ নবি, ফজল হক ফারুকীর মতো বোলার আছেন। আগের দেখায় শ্রীলংকান ব্যাটারদের যারা নাকানি-চুবানি খাইয়েছিল। বাংলাদেশকেও নাচিয়েছে আফগান বোলিং ডিপার্টমেন্ট।

তবে শ্রীলংকার পরিকল্পিত ব্যাটিং আফগান বোলিং ডিপার্টমেন্টকে আজ সুবিধা করতে দেয়নি। শুরুটাই ভালো হয় লংকানদের। পাওয়ার প্লের ছয় ওভারে ৫৭ রান তোলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। সপ্তম ওভারে ১৯ বলে ২টি চার ৩টি ছয়ে ৩৬ রান করে ফিরেছেন মেন্ডিস।

পাথুম নিশাঙ্কাও ২৮ বলে ৩৫ রান করে ফিরেন খানিক বাদে। তিনে নামা চারিথ আশালাঙ্কা ১৪ বল খেলে ৯ রান করে ফিরলে চাপ বাড়ে শ্রীলংকার। ১৫তম ওভারের প্রথম বলে অধিনায়ক দাসুন শানাকা ৯ বলে ১০ রান করে ফিরলে আর  চাপে পরেন লংকানরা।

কিন্তু শেষ দিকে ভানুকা রাজাপাকসে ও ওয়ানিংডু হাসারাঙ্গার দুর্দান্ত ব্যাটিং এই চাপকে পাত্তাই দেয়নি। ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে ১৪ বলে ৪টি চার ১টি ছয়ে ভানুকা রাজাপাকসে ৩১ রান তুলে লংকানদের জয়ের রাস্তাটা সোজা করে দেন। হাসারাঙ্গা পারি দিয়েছেন বাকি কাজটুকু।

বিজ্ঞাপন

১৯.১ ওভারে জয়ের জন্য ১৭৯ রান তুলে ফেলেছে শ্রীলংকা। হাসারাঙ্গা ৯ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন। এর আগে ২০ বলে ৩৩ রান করেছেন ধানুশকা গুনাথিলাকা।

আফগানিস্তানের ১৭৫ রানের সংগ্রহে বড় অবদান ওপেনার রহমতউল্লাহ গুলবাজের। শ্রীলংকার বিপক্ষে আগের দেখায় ১৮ বলে ৪০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন। আজও লংকান বোলারদের কচুকাটু করেছেন তরুণ ওপেনার। ওপেনিংয়ে নেমে মাত্র ৪৬ বলে ৮৪ রান করেছেন। তার ইনিংসে চারের মার ৪টি, ছক্কা ৬টি।

তিনে নেমে ইব্রাহিম জাদরান ৩৯ বলে ৪০ রান করেছেন। হযরতউল্লাহ জাজাই ১৬ বলে ১৩ ও নাজিবুল্লাহ জাদরান ১০ বলে ১৭ রান করেছেন। শ্রীলংকার পক্ষে দিলশান মাদুশঙ্কা ৩৭ বলে নিয়েছেন ২ উইকেট।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর