Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাঠেই দেখাব কারা সেরা’

স্পোর্টস ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২২ ১৭:০১

বাঁচামরার লড়াইয়ে বাংলাদেশের আজ প্রতিপক্ষ শ্রীলংকা। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দলের বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের কথার লড়াইয়ের মধ্য দিয়ে। এবার সেই আগুনে ঘি ঢাললেন ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে পড়া বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। দুই দলের মহারণে সোহান অবশ্য এগিয়ে রাখছেন বাংলাদেশকেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে সোহান লিখেছেন, ‘এই ম্যাচে আমরা পরিস্কারভাবেই এগিয়ে। এটা কেবল সময়ের ব্যাপার আমরা আমাদের দুর্দান্ত বোলিং, ব্যাটিং এবং দলগত পারফরম্যান্স মাঠে দেখাবো। ইনশাহআল্লাহ আমরা মাঠেই দেখাবো কারা সেরা।’

এশিয়া কাপের গ্রুপ বি’র শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলংকা। দুই দলের জন্যই এটি বাঁচামরার লড়াই। যে জিতবে সেই সুপার ফোরে জায়গা করে নেবে আফগানিস্তানের সঙ্গে। আর দুই দলই আফগানিস্তানের কাছে হেরেছে। এবার দুই দলের মধ্যকার লড়াইয়ের আগে কথার যুদ্ধে নেমেছে দুই দলেরই সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন শ্রীলংকার কোনো বোলারই দেখি না। তার এই কথার জবাব দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে। তিনি লংকান ক্রিকেটারদের বাংলাদেশকে দেখিয়ে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

শ্রীলঙ্কার কোনো বোলারই তো দেখি না: সুজন

সুজনের হুংকারে বাংলাদেশকে দেখিয়ে দেওয়ার আহ্বান মাহেলার

শুরুটা করেছিলেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। আফগানিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশ ম্যাচ নিয়ে শানাকা বলেছিলেন বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান ছাড়া আর ভালো কোনো বোলার নেই। শ্রীলংকা দলের অধিনায়ক দাসুন শানাকার মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। পাল্টা জবাবে খালেদ মাহমুদ সুজন বললেন, আমাদের একাদশে তাও দুজন বোলার আছেন, কিন্তু শ্রীলংকার তো কোনো বোলারই দেখি না!

বিজ্ঞাপন

এরপর সুজনের সংবাদ সম্মেলনের এ অংশটার ভিডিও টুইট করেছে শ্রীলংকার ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকওয়্যার। সেটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন লংকান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। নিজের টুইটারে ক্রিকওয়্যারের টুইটটি শেয়ার করেছেন তিনি। এরপর লিখেছেন, ‘মনে হচ্ছে শ্রীলংকার বোলারদের নিজেদের মান দেখানোর সময় এটা। আর ব্যাটারদের সময় এসেছে এটা দেখানোর যে মাঠে তারা কেমন।’

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ এশিয়া কাপ ২০২২ টপ নিউজ নুরুল হাসান সোহান বাংলাদেশ বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর