ওপেনার ছাড়াই শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ
১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২ ২১:৫১
এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলংকার গুরুত্বপূর্ণ লড়াই শুরু হয়েছে। এই ম্যাচে যারা জিতবে তারা টুর্নামেন্টের শেষ চারে, হারলে বিদায়। দু’দলের মাঠের লড়াই শুরু হওয়ার অনেক আগেই কথার লড়াই শুরু হয়েছিল। কথার লড়াইয়ে লড়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা ও সাবেক কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। এদিকে জেনুইন ওপেনার ছাড়াই শ্রীলংকার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের ওপেনিং পজিশন অনেক আগে থেকেই নড়বড়ে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন ওপেনাররা। ফলে পারফর্ম করতে না পারা দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে রাখেনি বাংলাদেশ।
তাদের দুজনের বদলে দলে অন্তর্ভূক্ত হয়েছেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। এই দুজনেরই আজ বাংলাদেশের ইনিংসের সূচনা করার কথা। যাদের কারোরই অতীতে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ব্যাট করার অভিজ্ঞতা নেই।
সাব্বির তিন নম্বরে খেলেছেন বেশ কিছু ম্যাচ। তবে মেহেদি হাসান মিরাজ আন্তর্জাতিক পর্যায়ে বরাবরই লোয়ার অর্ডারে ব্যাটিং করে এসেছেন। অবশ্য বিপিএলে বেশ কিছু ম্যাচে ওপেনার হিসেবে ব্যাটিং করেছেন তিনি। এশিয়া কাপের আগে ঢাকায় দুটি প্রস্তুতি ম্যাচেও ওপেনার হিসেবে খেলেছেন মিরাজ।
শ্রীলংকার ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণেও পরিবর্তন এসেছে। পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকে বসিয়ে পেসার ইবাদত হোসেনকে একাদশে ডাকা হয়েছে। আজ ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন ইবাদত। তিন পরিবর্তন মাঠে কতোটা ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে সেটাই দেখার বিষয়।
বাংলাদেশে একাদশ
সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দানুশ গুনাথিলাকা, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়াইনিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মদুশনাকা এবং আসিথা ফার্নান্দো।
সারাবাংলা/এসএইচএস