Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারুণ জয়ে শীর্ষে আর্সেনাল, শেষ মুহূর্তে জিতল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২২ ০৩:০৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২ ১২:০১

ছুটেই চলেছে আর্সেনালের জয়রথ। ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত জিতেছে সবকটি ম্যাচই। ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে গানার্সরা। এদিকে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৯৮ মিনিটে গোল দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল।

ঘরের মাঠে আর্সেনালের হয়ে প্রথমে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস এরপর ভিলাকে সমতায় ফেরান ডগলাস লুইজ। তবে এর পরপরই আর্সেনালকে আবারও লিডে ফেরান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আর তাতেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। অন্যদিকে নিউক্যাসলের হয়ে অভিষেকের দিনেই গোল পেয়ে যান সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার আইসাক। তবে ম্যাচের ৬১তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান রবের্তো ফিরমিনো আর ৯৮তম মিনিটে অলরেডদের হয়ে জয়সূচক গোলটি করেন ফ্যাবিও কার্ভালহো। তাতেই শেষ পর্যন্ত ২-১ গোলের জয় স্বস্তি ফেরে অ্যানফিল্ডে।

বিজ্ঞাপন

২০২২/২৩ মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে আর্সেনাল। প্রথম চার ম্যাচের সবকটিই জিতেছে গানার্সারা, অবস্থান করছিল লিগের শীর্ষেই। তাই তো শীর্ষস্থান ধরে রাখতে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের। সেই লক্ষ্যে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আক্রমণ সাঁজাতে থাকে আর্সেনাল। শুরু থেকে বেশ কয়েকটি আক্রমণ করলেও জালের দেখা মিলছিল না জেসুসদের। তবে অপেক্ষা শেষ হয় খেলার সময় আধা ঘণ্টা ছুঁতেই।

ম্যাচের ৩০ মিনিটের মাথায় বুকায়ো সাকার দারুণ ক্রস ডি-বক্সের ভেতর ঠেকিয়ে দেন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে ফিরতি বল পেয়ে তা জালে জড়ান গ্যাব্রিয়েল জেসুস এতেই আর্সেনাল লিড নেয় ১-০ গোলের। প্রথমার্ধের শেষ দিকে বুকায়ো সাকার দুর্দান্ত এক শট গোল লাইন থেকে ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি ভিলার ডিফেন্ডার আর এর কিছুক্ষণ পরেই মার্টিনেল্লির দারুণ শট রুখে দলকে ম্যাচে ধরে রাখেন এমিলিয়ানো।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ রাখে আর্সেনাল। তবে বল পেয়ে প্রতি আক্রমণও করছিল অ্যাস্টন ভিলা। অবশেষে তাদের আক্রমণ হতে আসে সুফল। ম্যাচের ৭৪তম মিনিটে ডগলাস লুইস কর্নার থেকে সোজা বল পাঠিয়ে দেন জালে। দুর্দান্ত এই গোলে অ্যাস্টন ভিলাকে ১-১ সমতায় ফেরান তিনি। তবে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি ভিলার। সমতায় ফেরার তিন মিনিট পর গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে আবারও লিড নেয় আর্সেনাল। শেষ পর্যন্ত ওই ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা।

এদিকে দিনের আরেক ম্যাচে ঘরে মাঠে পয়েন্ট খোয়াতে বসেছিল লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ৩৮তম মিনিটে পিছিয়ে পড়ে অলরেডরা। সদ্যই রিয়াল সোসিয়েদাদ থেকে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে নিউক্যাসলে যোগ দেন আলেক্সান্ডার আইসাক। আর প্রিমিয়ার লিগের অভিষে ম্যাচেই বাজিমাৎ তার। শন  লংস্টাফের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ আর তাতেই অ্যানফিল্ডে লিড নেয় নিউক্যাসল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আইসাক লিভারপুলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তবে এযাত্রায় রক্ষা পায় লিভারপুল। কেননা বল ধরে শট নেওয়ার আগেই অফসাইডে ছিলেন আইসাক। এর মিনিট পাঁচেক পর লিভারপুলকে সমতায় ফেরান রবের্তো ফিরমিনো। ম্যাচের ৬১তম মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে লিভারপুলকে সমতায় ফেরান ফিরমিনো।

এরপর দারুণ সব আক্রমণে নিউক্যাসলের রক্ষণভাগের বেশ পরীক্ষা নিচ্ছিল মোহাম্মদ সালাহরা। তবে কিছুতেই গোলের দেখা মিলছিল না। ম্যাচ গড়াচ্ছিল ড্র’র দিকে। তবে অ্যানফিল্ডে নাটকের তখনও অনেক বাকি। নির্ধারিত ৯০ মিনিটে শেষে অতিরিক্ত সময় পাঁচ মিনিট যোগ করেন রেফারি। তবে সময় নষ্টের জন্য খেলা চলে মোট ৮ মিনিট। আর অতিরিক্ত সময়ের আট মিনিটের মাথায় মোহাম্মদ সালাহর কর্নার থেকে জোরালো শটে বল জালে জড়ান ফ্যাবিও কার্ভালহো। আর তাতেই জয়সূচক গোল পায় লিভারপুল। শেশ পর্যন্ত ২-১ গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।

পাঁচ ম্যাচে এটি লিভারপুলের দ্বিতীয় জয়। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে উঠে এসেছে অলরেডরা। অন্যদিকে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর চার জয় ও এক ড্র’তে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

সারাবাংলা/এসএস

আর্সেনাল বনাম অ্যাস্টন ভিলা ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল বনাম নিউক্যাসল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর