Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হংকংকে হারিয়ে শেষ চারে ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২২ ২৩:৩৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪৮

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে আগেই এশিয়া কাপের শেষ চারে এক পা দিয়ে রেখেছিল ভারত। আজ হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয়ে শেষ চার নিশ্চিত করল রোহিত শর্মার দল।

বুধবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরিতে ১৯২ রানের পাহাড় গড়ে ভারত। এশিয়া কাপ ইতিহাসে ভারতের সর্বোচ্চ স্কোর এটি। পরে হংকং ১৫২ রানে থামলে ৪০ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।

বিজ্ঞাপন

হারলেও ভারতের ১৯২ রানের বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে নবাগত হংকং যেভাবে ব্যাটিং করেছে তা এক কথায় দুর্দান্ত। শুরুতেই ওপেনার ইয়াসিন মুরতাজা ফিরলেও তিনে নেমে পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করেন বাবর হায়াত। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষেও পাওয়ার প্লেতে ৫১ রান তুলেছে হংকং।

মাঝের ওভারগুলোতে ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং যুগবেন্দ্র চাহাল অবশ্য মাথাচাড়া দিয়ে উঠতে দেননি হংকংকে। কিন্তু শেষ দিকে ঝড় তোলেন জিসান আলি। দলের পরাজয় অনুমান করতে পারলেও দারুণ সব শটের প্রদর্শনী দেখিয়েছেন তিনি। শেষ ২ ওভারে ৩৩ রান তুলেছে হংকং।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমেছে দলটি। সর্বোচ্চ ৪১ রান করেছেন বাবর হায়াত। তার ৩৫ বলের ইনিংসে চার ৩টি, ছক্কা ২টি। জিসান আলি ১৭ বলে ২ চার ১ ছয়ে ২৬ রান করেছেন। ২৮ বলে ৩০ করেছেন কিঞ্চিত শাহ।

এর আগে ভারতের ১৯২ রানের বড় সংগ্রহে বড় অবদান বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের। অনেকদিন পর আজ রানের দেখা পেয়েছেন কোহলি। তিন নম্বরে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করে ৪৪ বলে তুলেছেন ৫৯ রান। চার মেরেছেন ১টি, ছক্কা ৩টি।

বিজ্ঞাপন

বেশি ভয়ঙ্কর ছিলেন যাদব। মাত্র ২৬ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন। তিনি চার মেরেছেন ছয়টি, ছক্কাও ছয়টি। এছাড়া লোকেশ রাহুল ৩৯ বলে ৩৬ ও রোহিত শর্মা ১৩ বলে ২১ রান করেন।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর