Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২২ ২২:৫১ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ ২২:৫৩

পুঁজি মাত্র ১২৭ হলেও বোলিং করতে নেমে আফগানিস্তানকে বেশ ভালোভাবেই চেপে ধরেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকতদের আটঁসাটো বোলিংয়ে ১৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ ওভারে ৬৫ রান।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১২৭ রানে পুঁজি নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করে গেছে বাংলাদেশ। সাকিব আল হাসান বাংলাদেশের বোলিং আক্রমণের সূচনা করেন। সাকিবের বিপক্ষে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন আফগানিস্তানের দুই ওপেনার।

বিজ্ঞাপন

পঞ্চম ওভারে এসে রহমতউল্লাহ গুলবাজকে ফিরিয়ে দেন সাকিব। সাকিবের নিচু হওয়া বলে উঠে এসে হাঁকাতে চেয়েছিলেন গুলবাজ। ব্যাটে বলে হয়নি। বল ধরে তড়িৎ স্ট্যাম্প ভেঙে দেন মুশফিকুর রহিম।

বোলার পাল্টে আফগানদের ওপর চাপ ধরে রাখতে চেয়েছেন সাকিব। তার ফল মিলে দশম ওভারে। মোসাদ্দেক হোসেন সৈকতকে তুলে মারতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন হযরতউল্লাহ জাজাই। ১৩তম ওভারে প্রথমবার আক্রমণে এসেই মোহাম্মদ নবিকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। যাতে বেশ চাপেই পড়েছে আফগানিস্তান। ১৪ ওভার শেষে আফগানিস্তানের রান ৩ উইকেটে ৬৫।

উল্লেখ্য এর আগে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর