আফগানিস্তানের বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশ একাদশ?
৩০ আগস্ট ২০২২ ১৭:২৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ ১৭:২৯
এশিয়া কাপ টি-টোয়েন্টি শুরু হয়েছে গত ২৭ আগস্ট। তবে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামছে আজই প্রথম। আজ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। যারা কিনা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোন ১১ জনকে মাঠে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট? চলুন সম্ভব্য একাদশ নিয়ে আলোচনা করা যাক।
দুই ওপেনার নিয়ে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। অনেক দিন পর দলে ফেরা এনামুল হক বিজয় এবং তরুণ পারভেজ হোসেন ইমন। নবীন ইমন এযাবৎ টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছে মাত্র ১টি। ফলে প্রয়োজনে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে দিয়েও ওপেনিং করানোর কথা বলা হচ্ছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তবে প্রথম ম্যাচে তেমন কিছু সম্ভবত দেখা যাচ্ছে না।
নুরুল হাসান সোহানের ইনজুরিতে শেষ মুহূর্তে এশিয়া কাপের স্কোয়াডে ঢুকেছেন নাঈম শেখ। প্রথম ম্যাচে নাঈম শেখ ও এনামুল হক বিজয়েই বাংলাদেশের ইনিংস সূচনা করার সম্ভবনা বেশি। তিনে সাকিব আল হাসান। চার নম্বরে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুব।
এশিয়া কাপের আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ফর্মে থাকা আফিফের ব্যাটিং অর্ডার এগিয়ে আনতে চায় টিম ম্যানেজসমেন্ট। আফিফকে স্থায়ীভাবে চার নম্বরে খেলানোর কথা বলেছিলেন তিনি। সেক্ষেত্রে চারে হয়তো দেখা যাবে আফিফকে। পাঁচ ও ছয় নম্বরে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।
স্কোয়াডে সাব্বির রহমান থাকলেও সাত নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকতের সম্ভবনাই বেশি। কারণ সম্প্রতি এই পজিশনে ভালো খেলেছেন মোসাদ্দেক। আট নম্বরে স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি। বলা হচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন পুরোপুরি ফিট। সে হিসেবে নয় নম্বরে সাইফের সম্ভবনাই বেশি।
বাকি দুই জায়গায় মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। অবশ্য সাইফউদ্দিন একাদশে থাকলে এক পেসার কমিয়ে বাড়তি স্পিনার হিসেবে নাসুম আহমেদকে খেলানোর কথাও চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদি, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
সারাবাংলা/এসএইচএস