Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলে নতুন ‘জীবনীশক্তি’ আনতে চাই: শ্রীরাম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২২ ১৫:৫৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২২ ১৬:০৬

কাগজে-কলমে শ্রীধরন শ্রীরাম বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট। কিন্তু বাস্তবতা বলছে এশিয়া কাপে তিনিই দলের কোচিং প্যানেলের হর্তাকর্তা। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দল থেকে। ডমিঙ্গোর অনুপস্থিতিতে শ্রীরামই থাকছেন দলের দায়িত্বে। কদিন আগে অনেকটা হঠাৎ করেই শ্রীরামের সঙ্গে চুক্তির বিষয়টি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় এই কোচ বলেছেন, টি-টোয়েন্টি দলে নতুন ‘জীবনীশক্তি’ আনতে চান তিনি।

বিজ্ঞাপন

শ্রীরামকে এমন এক সংস্করণের কোচিংয়ে যুক্ত করা হয়েছে যে সংস্করণে বাংলাদেশের দূর্বলতা সবচেয়ে বেশি। ২০০৬ সাল থেকে টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। কিন্তু এই ফরম্যাটে টাইগাররা কখনোই ভালো দল ছিল না। সম্প্রতি পরিসংখ্যান বড্ডই বাজে। গত বিশ্বকাপের সুপার টুয়েলভের পর টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে!

নতুন দায়িত্ব পাওয়া শ্রীরাম বলছেন, আগে কী হয়েছে সেদিকে তাকাতেই চান না তিনি। শুরু করতে চান নতুন করে। ভারতীয় এই কোচ বলেন, ‘আমি খোলা চোখ নিয়ে এসেছি। আমার পিছুটান নেই। আপনি যেটি (টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না) বলছেন, সেটি আসলে আমার কাছে ‘আজই শুনলাম’ ধরনের ব্যাপার। আমি ওভাবে দেখছি না। খোলা চোখে দেখছি, আমার আইডিয়া, নতুন জীবনীশক্তি আনতে চাই। দলকে একত্র করতে চাই, নতুন শুরু করতে চাই।’

শ্রীরাম বলছেন বাংলাদেশ দলের সঙ্গে তিনি কী ধরনের কাজ করবেন সেই ধারনাটা পরিস্কার। তিনি বলেন, ‘খুবই সহজ ব্যাপারটা। আমি আমার ভূমিকা সম্পর্কে পরিষ্কার। আমার ভূমিকাটা হলো রিসোর্স একত্র করা। আমাদের খুব ভালো কয়েকজন স্কিল কোচ আছেন। তারা যা করেন, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার কাজ মূলত অধিনায়ক, টিম ডিরেক্টরের সঙ্গে কাজ করা, এবং স্কিল কোচদের নিয়ে—তিনটি ভাগকে একত্রে আনা।’

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং শুরু করা শ্রীরাম অতীতে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএলে কোচিং করেছেন। সেসব অভিজ্ঞতার আলোকে দলকে সহযোগিতা করার বার্তা দিলেন শ্রীরাম, ‘অস্ট্রেলিয়া এবং আইপিএলে কাজ করে (পাওয়া) আমার টি-টোয়েন্টি অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৌশল একত্র করা—যাতে রিসোর্স ঠিকঠাক কাজে লাগাতে পারি। আমি বলছি না যে আমি দলকে নেতৃত্ব দেব, আমি শুধু সহযোগিতা করছি।’

বিজ্ঞাপন

নানান বিতর্কের পর টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। সাকিব দেশের সেরা ক্রিকেটার, এই ফরম্যাটে সবচেয়ে অভিজ্ঞও। তাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার বিষয়টি দারুণ সিদ্ধান্ত মনে করছেন শ্রীরাম।

ভারতীয় এই কোচ বলেন সাকিবের সঙ্গে তার ভাবনারও মিল রয়েছে, ‘সাকিবকে অধিনায়ক করা দারুণ একটা কাজ বলে মনে করি। এর আগে প্রতিপক্ষ হিসেবে তাকে সম্মান করেছি। এবারই প্রথম আসলে সেভাবে মেশার সুযোগ হয়েছে। টি-টোয়েন্টি নিয়ে তার দৃষ্টিভঙ্গি দেখাটা খুবই হৃদয়গ্রাহী একটা ব্যাপার। সে খুবই আধুনিক। আমাদের ভাবনাও মিলে যায়। তরুণদের নিয়ে তার ভাবনা দুর্দান্ত। তরুণেরা তাকে অনুসরণ করে, সম্মান করে। তার কাছে সহজেই যাওয়া যায়। এটা অনন্য একটা মিশ্রণ—যেখানে সম্মানও থাকে, চাইলেই তার সঙ্গে মেশা যায়। অধিনায়ক এবং দলের এই সমন্বয়টা দারুণ। আমার মনে হয় এটি খুব ইতিবাচক।’

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। ২৩ আগস্ট দুবাই গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২ শ্রীধরন শ্রীরাম সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর