চ্যাম্পিয়নস লিগ ড্র: এক গ্রুপে বায়ার্ন-বার্সা, সহজ গ্রুপে রিয়াল
২৫ আগস্ট ২০২২ ২৩:২৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২২ ১২:০৭
২০২২/২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের চ্যাম্পিয়নস লিগের ড্র বৃহস্পতিবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হলো। তুরস্কের ইস্তানবুলে এবারের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্র’তে একই গ্রুপে পড়েছে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে একই গ্রুপে পড়েছে আরবি লাইপজিগ।
ড্রয়ের চারটি পট নির্ধারণ হয়েছিল। ইউরোপের শীর্ষ ছয়টি লিগের চ্যাম্পিয়নের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের শিরোপাধারী ছিল এক নম্বর পটে। রিয়াল চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা- দুটোতেই চ্যাম্পিয়ন হওয়ায় এই পটে জায়গা পায় ডাচ লিগের সেরা আয়াক্স। দুই থেকে চার নম্বর পট নির্ধারিত হয় উয়েফার ক্লাব কোএফিশিয়েন্ট র্যাংকিং মেনে।
৬ ও ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার শুরু হবে গ্রুপের প্রথম ধাপ। গ্রুপ পর্বের খেলা হবে মোট ছয় সপ্তাহ। শেষ ধাপ হবে ১ ও ৯ নভেম্বর মঙ্গলবার ও বুধবার।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ—
গ্রুপ এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি এবং রেঞ্জার্স।
গ্রুপ বি: পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন এবং ক্লাব ব্রাগা।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান এবং ভিক্টোরিয়া প্ল্যাজেন।
গ্রুপ ডি: এঞ্চ্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহাম হটস্পার্স, স্পোর্টিং সিপি এবং অলিম্পিক মার্শেই।
গ্রুপ ই: এসি মিলান, চেলসি, সালজবুর্গ এবং ডায়নামো জ্যাগরেব।
গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, আরবি লাইপজিগ, শাখতার দোনেৎস্ক এবং সেল্টিক।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বুরুশিয়া ডর্টমুন্ড, এফসি কোপেনহেগেন।
গ্রুপ এইচ: প্যারিস সেইন্ট জার্মেই, জুভেন্টাস, বেনফিকা এবং ম্যাকাবি হাইফি।
সারাবাংলা/এসএস