Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার পদত্যাগের খবরটি গুজব: ডমিঙ্গো

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ১৬:৪০ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ ১৬:৪৬

বাংলাদেশ দলের হেড কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো- আজ বৃহস্পতিবার সকাল থেকে তড়িৎ ছড়িয়ে পরে এমন খবর। দক্ষিণ আফ্রিকান কোচের বরাত দিয়ে বেশ কয়েকটি দেশীয় গণমাধ্যম খবর প্রকাশ করে। তবে ডমিঙ্গো বলছেন, খবরটি গুজব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি তার। সে পর্যন্ত কোচের দায়িত্ব পালন করে যেতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’ বলেছেন ডমিঙ্গো।

ডমিঙ্গো বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করছি এমন যে খবরটি ছড়িয়ে পরেছে তা গুজব, একদমই সত্য নয়। আমি ওয়ানডে ও টেস্ট দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাবো। অক্টোবরে ‘এ’ দলের সঙ্গে আবুধাবিতে যাবো। ডিসেম্বরে জাতীয় দলের সঙ্গে যোগ দেব। আমার চুক্তি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। আগামী ১৫ মাস বোর্ডের সঙ্গে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ আমি।’

ডমিঙ্গোর কোচিং নিয়ে বিভিন্ন আলোচনার মধ্যেই গত সোমবার টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়, আপাতত শুধু ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্বে থাকবেন ডমিঙ্গো। কাজ করবেন ‘এ’ দলের সঙ্গেও।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ডমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডমিঙ্গো ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে গিয়ে বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন ডমিঙ্গো। ক্রিকেটারদের ওপর বোর্ড কর্তাদের হস্তক্ষেপের সরাসরি অভিযোগ তোলেন দক্ষিণ আফ্রিকান কোচ।

স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড। ডমিঙ্গোর কাছে এমন মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে বলেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। তার পরপরই ডমিঙ্গোর পদত্যাগের খবর ছড়িয়ে পরে।

বিজ্ঞাপন

বিসিবির পক্ষ থেকে প্রথম থেকেই বলা হচ্ছিল, আমাদের কাছে পদত্যাগপত্র আসেনি। বিষয়টি নিয়ে মন্তব্যও করতে চায়নি বিসিবি। এর মধ্যে ডমিঙ্গো নিজেই জানিয়ে দিলেন, তার পদত্যাগের খবরটি সত্য নয়।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিসিবি রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর