Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডমিঙ্গোকে কারণ দর্শানোর চিঠি দেবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২২ ২০:৫০ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ ২১:০২

টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরই বোর্ড কর্তাদের সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলেছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া, বাহির থেকে খেলোয়াড়দের চাপ প্রয়োগ, বোর্ডের হস্তক্ষেপসহ সংবাদমাধ্যমে খোলামেলাভাবে বিভিন্ন অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডমিঙ্গোকে কারণ দর্শাতে নোটিশ দেওয়ার কথা ভাবছে বোর্ড।

বিজ্ঞাপন

অনেকদিন ধরেই ডমিঙ্গোর কোচিং নিয়ে বোর্ডের শীর্ষ কর্তাদের সংবামাধ্যমে কথা বলতে দেখা গেছে। এসব আলোচনার মধ্যেই গত ২২ আগস্ট ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। বলা হয়, আপাতত শুধু ওয়ানডে ও টেস্ট দলকে কোচিং করাবেন ডমিঙ্গো।

তারপর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকান এই কোচ বোর্ড কর্তাদের নামে বিভিন্ন অভিযোগ তোলেন। ডমিঙ্গো দাবি করেন, ক্রিকেটারদের বোর্ড থেকে অনবরত প্রেসার দেওয়া হয়, যাতে নিজের ভাবনাটা স্বাধীনভাবে ভাবতে পারেন না ক্রিকেটাররা। বোর্ডের বিভিন্ন পর্যায় থেকে ক্রিকেটারদের ধমক দেওয়া হয়, তাকেও বলা হয় ক্রিকেটারদের ধমকাতে। এতে ক্রিকেটাররা ভয়ের মধ্যে থাকেন, ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেন না- এমনটা বলেন ডমিঙ্গো।

এমন অভিযোগ নজর এড়ায়নি বোর্ড কর্তাদের। ডমিঙ্গোর কাছে এমন মন্তব্যের কারণ জানতে চাইবে বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস এ বিষয়ে বলেন, ‘জিনিসটা আগে খতিয়ে দেখি এবং এটা নিয়ে আমার কাছে মনে হয় বোর্ড থেকে তার কাছে একটা চিঠি যাওয়া উচিত যে বক্তব্যগুলো আসলে কি বুঝাতে চেয়েছেন। যদি আমাদের পরিষ্কার করে তাহলে আমরা বুঝতে পারবো কোথায় সমস্যা হচ্ছে।’

জালাল ইউনুস বলেন, ‘এটা আসলে শোকজ নয়, আমরা আসলে জানতে চাইবো। এজন্যই বললাম, এই মুহূর্তে আমি কমেন্ট করতে চাচ্ছি না। আমরা নিজেদের মাঝে আলাপ করে দেখি। আলাপ করার পরে পরবর্তী অ্যাকশনটা কি হবে সেটা আপনাদের জানাতে পারবো।’

ডমিঙ্গোর এভাবে কথা বলাতে স্বাভাবিকভাবেই বিবৃত বোর্ড। জালাল ইউনুস জানালেন বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে বোর্ডকর্তারা, ‘আমি আসলে সবার সঙ্গে আলাপ করে মন্তব্য করতে চাই। এই সময় আমি মন্তব্য করতে চাচ্ছি না। তবে কিছু কিছু জিনিস আছে যেটা বললেন আপনি, খেলোয়াড়দের ব্যাপারে। সেটা খেলোয়াড়দের জিজ্ঞেস করলেই হবে কারা হ্যাম্পারিং করে না করে। তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে। এটা সত্য নয়। যদি কোনো মেসেজ দেয়ার থাকে মেসেজ দেয়। এটা আমরা চাই, এভাবে আমরা চাই। এটা একেবারে খোলামেলা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অবশ্যই এটা কাম্য নয়। এখনও তার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে এবং সরাসরি কিছু অভিযোগ আছে। এই অভিযোগগুলো আমি খণ্ডন করছি না, আমরা নিজেদের মাঝে আলাপ আলোচনা করবো। আমি মাননীয় সভাপতিকে জানিয়েছি, উনিও দেখেছেন নিউজটা। সিইও সাহেবও জানেন। আমাদের নিজেদের মাঝে আলাপ আলোচনা করা দরকার। তারপর আমরা বলতে পারবো কি জানতে চাইবো তার কাছে। এটা আমরা পরে সিদ্ধান্ত নেবো।’

এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে। টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে ছুটি পাওয়া রাসেল ডমিঙ্গো দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন পরিবারের কাছে।

সারাবাংলা/এসএইচএস

জালাল ইউনুস টপ নিউজ বিসিবি রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর