দুবাইয়ে প্রথম দিন বিশ্রামেই কাটবে সাকিবদের
২৪ আগস্ট ২০২২ ১৩:১৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ ১৩:১৫
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন সংযুক্ত আরব আমিরাতে। গতকাল মঙ্গলবার বিকেলে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহরা। রাতেই দুবাই পৌঁছে গেছেন ক্রিকেটাররা। আজ দলীয় কোনো অনুশীলন নেই। প্রথম দিন বিশ্রামেই কাটবে ক্রিকেটারদের।
তবে দলে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নতুন দায়িত্ব পাওয়া শ্রীধরন শ্রীরামের আজ ক্রিকেটারদের সঙ্গে একত্রে কথা বলার কথা রয়েছে। পরিকল্পনা ও এগিয়ে যাওয়ার রোডম্যাপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভারতীয় এই কোচ।
দুবাই যাওয়ার আগে টানা অনুশীলন করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। নেটে অনুশীলনের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেরা দুই ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ক্রিকেটাররা।
এশিয়া কাপ মাঠে গড়াবে ২৭ আগস্ট, তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। ফলে দুবাইয়েও কয়েকদিন অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সেই কারণেই তড়িঘড়ি করে অনুশীলনে না নেমে একদিন বিশ্রামের সিদ্ধান্ত।
এদিকে, এশিয়া কাপের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন। মাহমদুউল্লাহকে সরিয়ে সাকিব আল হাসানকে দেওয়া হয়েছে টি-টোয়েন্টির অধিনায়কত্ব। হেড কোচ রাসেল ডমিঙ্গোকেও সরিয়ে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দল থেকে। তার অনুপস্থিতিতে শ্রীধরন শ্রীরামকেই হয়তো দেখা যাবে এশিয়া কাপে বাংলাদেশের হেড কোচের দায়িত্বে।
এই ফরম্যাটে শুরু থেকেই ধুঁকছ বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্স বড্ডই নাজুক। সর্বশেষ ১৪ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে বাংলাদেশ। কদিন আগে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। টানা বাজে পারফর্মের কারণেই দলে পরবর্তনের হাওয়া।
তবে নতুন অধিনায়ক সাকিব অবশ্য বলেছেন, পরিবর্তন করলেও রাতারাতি সাফল্য পাওয়ার আশা না করতে। এশিয়া কাপে দলের প্রতি বেশি প্রত্যাশা না রাখার বার্তাও দিয়েছেন তিনি।
সারাবাংলা/এসএইচএস