তাসকিন, বিজয়কে রেখে ঢাকা ছাড়ল বাংলাদেশ
২৩ আগস্ট ২০২২ ১৮:১১ | আপডেট: ২৩ আগস্ট ২০২২ ২১:১০
আগামী ২৭ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে মঙ্গলবার ঢাকা ত্যাগ করল বাংলাদেশ। বাংলাদেশ দলের সকল ক্রিকেটার আর কোচিং স্টাফরা দুবাইয়ের ফ্লাইট ধরলেও বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং এনামুল হক বিজয়। এই দুই খেলোয়াড় ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দুবাইর উদ্দেশে ঢাকা ছেড়ে যান ক্রিকেটার ও কোচিং স্টাফরা। স্কোয়াডে শেষ মুহূর্তে আসা ওপেনার নাঈম শেখ ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফর শেষে সরাসরি দুবাইয়ে দলের সঙ্গে যুক্ত হবেন।
দেশ ছাড়ার একদিন আগে সোমবার (২২ আগস্ট) সংবাদ সম্মেলনে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্বে আর থাকছেন না রাসেল ডমিঙ্গো।
ডমিঙ্গোকে নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। টি-টোয়েন্টিতে ডমিঙ্গোর কোচিং দর্শন পছন্দ নয় বোর্ডের একটা পক্ষের। এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেল বিষয়টি। আপাতত শুধু ওয়ানডে এবং টেস্ট দলের সঙ্গেই কাজ করবেন এই দক্ষিণ আফ্রিকান। সেই সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে ডমিঙ্গোর কাঁধে উঠছে ঘরোয়া লিগ পরিদর্শন ও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের দেখভাল করা। তবে দলের দেখভাল করবেন টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া শ্রীধরন শ্রীরাম।
এশিয়া কাপে সর্বশেষ চার আসরের তিনবারই ফাইনাল খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে হওয়া সর্বশেষ আসরেও সংযুক্ত আরব আমিরাতেই ফাইনাল খেলেছিল মাশরাফি মর্তুজার দল। তবে এবার পরিস্থিতি ভিন্ন, দলের বাস্তবতা কঠিন। বাংলাদেশ অধিনায়ক সাকিবও কাজটা কঠিন মনে করছেন।
সারাবাংলা/এসএস