Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া হলো ডমিঙ্গোকে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ১৪:৩৩ | আপডেট: ২২ আগস্ট ২০২২ ১৫:১৩

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্বে আর থাকছেন না রাসেল ডমিঙ্গো। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের পরিকল্পনা থেকে ডমিঙ্গোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি’র সিদ্ধান্ত মেনে নিয়েছেন ডমিঙ্গোও।

সোমবার (২২ আগস্ট) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসেন পাপন।

ডমিঙ্গোকে নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। টি-টোয়েন্টিতে ডমিঙ্গোর কোচিং দর্শন পছন্দ নয় বোর্ডের একটা পক্ষের। এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেল বিষয়টি। আপাতত শুধু ওয়ানডে এবং টেস্ট দলের সঙ্গেই কাজ করবেন এই দক্ষিণ আফ্রিকান। সেই সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে ডমিঙ্গোর কাঁধে উঠছে ঘরোয়া লিগ পরিদর্শন ও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের দেখভাল করা।

এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি আপনাদের আগে জানিয়েছি, আমরা একজন টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালট্যান্ট নিয়েছি, শ্রীধরন শ্রীরাম। শ্রীরামের সঙ্গে একটু বসা হলো। রাসেল ডমিঙ্গোর সঙ্গে বসা হয়েছে আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমাদের ভালো আলোচনা হয়েছে। আমরা তাকে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দিয়েছি। আমরা টি-টোয়েন্টিটা আলাদা করেছি।’

ওয়ানডে ও টেস্টে ডমিঙ্গো কিভাবে কাজ করবেন তার একটা পরিকল্পনা চেয়েছে বোর্ড। পরিকল্পনাটা মনপুত হয় কিনা তার ওপর নির্ভর করবে অনেক কিছু।

ডমিঙ্গো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন সেটাও থাকবে পরিকল্পনায়। নাজমুল হাসান পাপন এ বিষয়ে বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, ডমিঙ্গো আমাদের পরিকল্পনা দেবেন। আপনারা সবাই জানেন, এফটিপির সূচি বেশ ঠাসা। খুব খারাপ অবস্থা। কারও পক্ষে এভাবে সফর করা সহজ নয়। ও কী করবে, না করবে সেসব নিয়ে আমাদের একটা লম্বা পরিকল্পনা দেবে দুই তিন সপ্তাহের মধ্যে।’

বিজ্ঞাপন

পাপন বলেন, ‘সে এনসিএল দেখতে চায়। এটা নিয়ে আগ্রহ দেখিয়েছে। আমাদের ‘এ’ দলের যে খেলা আছে সেগুলো দেখতে চায়। আমাদের ভবিষ্যৎ খেলোয়াড় কারা আছে সেগুলোও দেখতে চেয়েছে, যারা নাকি জাতীয় দলে নেই তাদের নিয়ে কাজ করবে।’

টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে। শ্রীরামকেই টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিশ্চিত করেননি বিসিবি সভাপতি। ইঙ্গিত দিয়েছেন ‘নতুন কেউও’ আসতে পারে। আবার দায়িত্বটা পেতে পারেন শ্রীরামও।

সারাবাংলা/এসএস/এসএইচএস

টপ নিউজ নাজমুল হোসেন পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর