ডমিঙ্গোর কোচিং বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে মানাচ্ছে না: সুজন
২০ আগস্ট ২০২২ ১৭:০৯ | আপডেট: ২০ আগস্ট ২০২২ ১৭:১২
তবে কি বাংলাদেশ ক্রিকেটে রাসেল ডমিঙ্গোর কোচিং অধ্যায় শেষ হতে যাচ্ছে? ডমিঙ্গো কোচের দায়িত্বে থাকছেন কিনা সেই আলোচনা অনেক দিনের। জিম্বাবুয়ের বিপক্ষে পর পর দুই সিরিজ হারার পর তা বেড়েছে কয়েকগুণ। এরই মধ্যে টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শ্রীধরন শ্রীরামকে। যেটা ডমিঙ্গোর চেয়ার নড়বড়ে করে দিয়েছে অনেকটাই। এদিকে, এর মধ্যেই টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সরাসরিই বললেন, ডমিঙ্গোর কোচিং দর্শন বাংলাদেশি ক্রিকেট ব্র্যান্ডের সঙ্গে মানাচ্ছে না।
আগামী ২২ আগস্ট বোর্ডের সঙ্গে ডমিঙ্গোর খোলামেলা আলোচনায় বসার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে রেখেছেন, ডমিঙ্গো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সেদিনই। তার আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের এই মন্তব্য অন্যমাত্রা যোগ করল।
এশিয়া কাপকে সামনে রেখে আজ শনিবার (২০ আগস্ট) থেকে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সংবাদমাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দেখেন, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ফিলোসফি (দর্শন) থাকে। আমার ফিলোসফি বা আপনার ফিলোসফি সবই আলাদা। প্রত্যেক কোচের ফিলোসফি আলাদা। ওর (ডমিঙ্গো) ফিলসোফি যেটা সেটা হয়তো আমাদের ব্র্যান্ড অব ক্রিকেটে’র সাথে মানাচ্ছে না।’
বিসিবি সভাপতি ‘বড় পরিবর্তনের’ কথা বলে রেখেছেন। কোচিং স্টাফ ঢেলে সাজানোর আভাস পাওয়া যাচ্ছে। কোচিং স্টাফে নতুন দর্শন হাজিরের চিন্তার কথা সরাসরিই বললেন সুজন।
তিনি বলেন, ‘একটা আলাদা ফিলোসফি আসলে অসুবিধা টা কী। সেটা যদি দেশের ক্রিকেটের জন্য ভালো হয় তাহলে সেটা আমাদের অবশ্যই নিতে হবে। সেটা থেকে বের হয়ে আসার চিন্তা এশিয়া কাপে আমরা করছি। দেখা যাক সেটা কী হয়। কতটুকু কাজ করে। আমার মনে হয় এই ফরম্যাটে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করতে পারি। যেটা আমরা ওয়ানডেতে করতে পারি না।’
টি-টোয়েন্টি দলে শ্রীরাম যুক্ত হওয়াটা দারুণ ইতিবাচক মনে করছেন সুজন। ভারতীয় এই অলরাউন্ডার আইপিএলে কোচিং করেছেন। অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ছিলেন তিনি। সুজনের মতে, শ্রীরামের অন্তর্ভূক্তিতে দলে পরিবর্তন আসবে, ‘শ্রীরাম যখন আসবে, যেহেতু সে টি-টোয়েন্টি দল নিয়ে অনেক বেশি কাজ করে, ওর কিছু ইনপুটস তো থাকবেই। ও যেহেতু এশিয়ারই, আমাদের সংস্কৃতির সঙ্গে মিল আছে। কথাবার্তা বা যোগাযোগ করতেও সহজ হবে। ও আসার পর অবশ্যই একটা পরিবর্তন আমরা পাবো।’
সারাবাংলা/এসএইচএস