Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনির্দিষ্টকালের জন্য ভারতকে নিষিদ্ধ করল ফিফা

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২২ ০৯:৩৫ | আপডেট: ১৬ আগস্ট ২০২২ ১৩:২১

সোমবার এক সংবাদ বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনের (আইইএফএফ) ওপর অনির্দিষ্ট কালের নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিফার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক তৃতীয় পক্ষ ভারতীয় ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপ করায় এমন সিদ্ধান্ত।

ফিফার এই নিষেধাজ্ঞার কারণে আসন্ন মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসরও ভারত আয়োজন করতে পারবে না। সেই সঙ্গে সঙ্কটে পড়েছে পুরো দেশের ফুটবল।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘এখন এআইএফএফের ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সে দিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।’

চলতি বছরের ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিষেধাজ্ঞার কারণে তা আর সম্ভব হবে না।

ফিফা বিবৃতিতে বলেছে, ‘নিষেধাজ্ঞার অর্থ হলো, ভারত অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না। এই প্রতিযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ফিফা চিন্তা-ভাবনা করছে।’

১৮ মাস আগে ভারতের ফুটবল ফেডারেশনের মেয়াদ শেষ হলেও নির্বাচনের মাধ্যমে নতুন বোর্ড গঠন করা হয়নি। আর মেয়াদ শেষ হলেও সভাপতি পদে এখনো আছেন প্রফুল্ল প্যাটেল। যা নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। এরপর এই বছরের মে মাসে ফেডারেশনের কার্যকরী কমিটিকে ভেঙে দেয় সুপ্রিম কোর্ট। আর ভারতীয় ফুটবলের দায়িত্ব তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের ওপর দেয় আদালত। আর সুপ্রিম কোর্ট ফুটবল ফেডারেশনের নির্বাচনের তাগাদা দেয় কিন্তু এখনো সেই নির্বাচন না হওয়ায় ভারতের ওপর নিষেধাজ্ঞা দেয় ফিফা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টপ নিউজ ফিফা ফিফার নিষেধাজ্ঞা ভারতকে নিষিদ্ধ