Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনে নেমে পড়লেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ১৬:৩২ | আপডেট: ১৪ আগস্ট ২০২২ ১৮:০৫

ঢাকা: বিতর্ক মাথায় নিয়ে গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব আল হাসান। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় মহা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, খানিক বাদে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় তার নাম। আজ মাঠে নেমে পরলেন সাকিব।

মাঠের বাইরে ছিলেন দীর্ঘদিন। গত জুলাই মাসের ৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজে শেষবার মাঠে দেখা গেছে তাকে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেছিলেন সেদিন। তারপর থেকেই ছুটিতে ছিলেন সাকিব। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। সাকিব সেই থেকেই ছিলেন ক্রিকেটের বাইরে। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে ও জিম্বাবুয়েতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এর মধ্যে সাকিবের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়া নিয়ে গুঞ্জনও ছড়াচ্ছিল। কিন্তু বেটিং ওয়েবসাইটের সহযোগী প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করে নিজেই সমস্যা তৈরি করেছিলেন। পরে জলঘোলা হয়েছে বহু। বিসিবির কঠোরতায় শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে এসেছেন সাকিব। বিতর্কিত চুক্তির কারণে অধিনায়কত্ব পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত সাকিবকেই দীর্ঘমেয়াদী নেতা হিসেবে বেছে নেয় বিসিবি। নেতৃত্ব পাওয়ার পরের দিনই নিজেকে প্রস্তুত করতে মাঠে নেমে পরলেন সাকিব।

আজ রোববার (১৪ আগস্ট) সকাল সকাল মিরপুরের একাডেমিক মাঠে আসেন সাকিব। এক মাসের বেশি সময় পর মাঠে নেমে প্রথম দিনটা জিম-রানিং করেই কাটিয়েছেন। অনুশীলন করেছেন দুই ঘণ্টারও বেশি সময়।

রানিং করার সময় দূর থেকে দেখেই বুঝা গেল অনেকদিন বাইরের বাইরে থাকার কারণে শরীর ভারি হয়ে গেছে সাকিবের। অল্প দৌড়াতেই ক্লান্ত হয়ে পরছিলেন। ধীরে ধীরে ব্যাটিং-বোলিং শুরু করার কথা তার।

বিজ্ঞাপন

সামনেই এশিয়া কাপ, ফলে আর ছুটি কাটানোর সুযোগও নেই। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। সাকিব আল হাসানের বাংলাদেশের প্রথম খেলা ৩০ আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর