দুই ওভারে জিম্বাবুয়ের দুই ওপেনারকে ফেরালেন হাসান-মিরাজ
১০ আগস্ট ২০২২ ১৭:৪৩ | আপডেট: ১০ আগস্ট ২০২২ ১৮:০৮
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে জিম্বাবুয়েকে ২৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যে রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ৭ রানে দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে তাকুদযাওয়ানাশি কাইতানো হাসান মাহমুদের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন। আউট হওয়ার আগে রানের খাতাও খুলতে পারেননি কাইতানো। জিম্বাবুয়ে দলীয় ৫ রানে হারায় প্রথম উইকেট।
এরপর বল হাতে আসেন মেহেদি হাসান মিরাজ। আর বল হাতে এসে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে তাদিওয়ানাশি মারুমানিকে বোল্ড করেন মিরাজ। দলীয় ৭ রানে জিম্বাবুয়ে হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। মারুমানি ফেরেন মাত্র ১ রান করে।
এই রিপোর্ট লেখা অবধি জিম্বাবুয়ের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটে ১৫ রান। ইনোসেন্ট ১ আর মাধেভের ১ রানে অপরাজিত আছেন।
সারাবাংলা/এসএস